Gardening Tips for Tagar Flower Plant Care: নিত্যপুজোয় অপরিহার্য টগরফুল ধরছে না বাড়ির গাছে? দিনের এই সময় দিতে হবে এই বিশেষ জিনিস! সাদা কুঁড়ি ও ফুলে ঢেকে যাবে গাছ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gardening Tips for Tagar Flower Plant Care: জমির পাশাপাশি টবেও টগরফুলের ফলন হতে পারে। খুব ঠান্ডার সময় বাদ দিয়ে বছরভরই টগর ফোটে।
advertisement
1/7

বাড়ির বাগানে টগরফুল অতি পরিচিত। নিত্যপুজোয় এই সাদা ছোট্ট ফুল অপরিহার্য। জমির পাশাপাশি টবেও টগরফুলের ফলন হতে পারে। খুব ঠান্ডার সময় বাদ দিয়ে বছরভরই টগর ফোটে।
advertisement
2/7
সামান্য কিছু পরিচর্যার নিয়ম মানলেই টগরগাছে প্রচুর ফুল ফুটবে। ভাল ফুল পাওয়ার জন্য যত্ন নিয়ে মাটি তৈরি করুন। ৬ ভাগ মাটি, ১ ভাগ বালি, ১ ভাগ কোকোপিট, ২ ভাগ জৈব সার মিটিয়ে তৈরি করুন টগরগাছের জমি।
advertisement
3/7
নিয়মিত কাটিং করুন টগর গাছে। তাহলে নতুন নতুন ডালপালা বার হবে। ফুলও অনেক বেশি হবে। সর্ষের খোল পচা জল ছড়িয়ে ছিটিয়ে দিন।
advertisement
4/7
গোবর সার, কেঁচো সার, হাড়ের গুঁড়োর পাউডার-সহ নানা ধরনের জৈব সার ব্যবহার করুন টগরগাছে। গাছের গোড়া থেকে কিছুটা দূরে ভাল করে মাটি খুঁচিয়ে সার মিশিয়ে নিন। টব বুঝে সারের পরিমাণ কমবেশি করে নেবেন।
advertisement
5/7
চড়া রোদে কখনওই গাছে সার দেবেন না। ভোরে বা সন্ধ্যার সময় সার দিলে সবথেকে ভাল ফল মেলে।
advertisement
6/7
গাছের গোড়া যাতে শুকিয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন। আবার টগরগাছের গোড়ায় জল জমলেও সেটা ক্ষতিকর।
advertisement
7/7
সার দেওয়ার ১৫ থেকে ১৮ দিন পর টগরগাছে প্রচুর কুঁড়ি ও ফুল আসবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips for Tagar Flower Plant Care: নিত্যপুজোয় অপরিহার্য টগরফুল ধরছে না বাড়ির গাছে? দিনের এই সময় দিতে হবে এই বিশেষ জিনিস! সাদা কুঁড়ি ও ফুলে ঢেকে যাবে গাছ