Tips to store puffed rice or muri in monsoon: বর্ষায় মুড়ি নেতিয়ে যাচ্ছে? এভাবে রাখুন, বজায় থাকবে এর মুচমুচে স্বাদ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to store puffed rice or muri in monsoon: কিছু টিপস আছে। সেগুলি মেনে চললে বৃষ্টির মরশুমেও মুড়ির স্বাদ বজায় থাকবে।
advertisement
1/11

বাঙালি ডায়েটের অবিচ্ছেদ্য অংশ মুড়ি। বঙ্গজীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মুড়ির স্বাদ। তবে মুড়ি মুচমুচে না হলে স্বাদ জমে না। কিন্তু বর্ষায় প্রায়ই নষ্ট হয়ে যায় মুড়ির স্বাদ।
advertisement
2/11
মুড়ির স্বাদ নেতিয়ে যায় বর্ষাকালে। সেই সমস্যা দূর করতে কিছু টিপস আছে। সেগুলি মেনে চললে বৃষ্টির মরশুমেও মুড়ির স্বাদ বজায় থাকবে।
advertisement
3/11
মুড়ি সব সময় রাখুন এয়ারটাইট কৌটোর মধ্যে। তাহলে বাতাসের আর্দ্রতা স্পর্শ করতে পারবে না মুড়িকে।
advertisement
4/11
কৌটোয় মুড়ি রাখার আগে প্যাকেটের ভিতরের বাতাস যতটা সম্ভব বার করে নিন। তার পর প্যাকেট থেকে মুড়ি ঢালুন কৌটোয়।
advertisement
5/11
সব সময় ঠান্ডা ও শুকনো জায়গায় মুড়ি রাখুন। উত্তাপ বা সরাসরি সূর্যের আলো যেন মুড়ির কৌটোতে না পড়ে।
advertisement
6/11
আর্দ্রতাকে যত সম্ভব ঠেকিয়ে রাখতে হবে। মুড়িতে আর্দ্রতার স্পর্শ এলে সহজেই নেতিয়ে যাবে।
advertisement
7/11
প্যাকেটে রাখতে হলে মুড়ি রাখুন আর্দ্রতা শোষণকারী প্যাকেটে। যাতে ভিতরে মুড়ি ভাল থাকে।
advertisement
8/11
মুড়ির কৌটোর কাছাকাছি মশলার কৌটো, পেঁয়াজ, রসুন ইত্যাদি রাখবেন না। তাহলে ক্রস কন্টামিনেশনের সমস্যা এড়ানো যাবে।
advertisement
9/11
অনেক দিন তাজা রাখতে হলে মুড়ি রাখুন রেফ্রিজারেটরে। এয়ারটাইট কৌটোয় ভরে মুড়ি রেখে দিন ফ্রিজে। তবে খাওয়ার আগে রুম টেম্পারেচারে আনতে হবে।
advertisement
10/11
যদি এত সব কিছুর পরও মুড়ি নেতিয়ে যায়, তাহলে অল্প তেল, নুন দিয়ে গরম কড়াইয়ে নেড়ে নিন। ফিরে আসবে মুচমুচে ভাব। যোগ হবে নতুন স্বাদ।
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to store puffed rice or muri in monsoon: বর্ষায় মুড়ি নেতিয়ে যাচ্ছে? এভাবে রাখুন, বজায় থাকবে এর মুচমুচে স্বাদ