TRENDING:

Weekend Trip: বিকেলের সূর্যাস্ত আর ময়ূরাক্ষীর জলরাশি! শান্ত তিলপাড়া ব্যারেজে সময় কাটান নদীর কলতানে

Last Updated:
Weekend Trip: বীরভূমের সিউড়ি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত তিলপাড়া ব্যারেজ। ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত এই ব্যারেজটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ নির্জন ঠিকানা।
advertisement
1/5
বিকেলের সূর্যাস্ত আর ময়ূরাক্ষীর জলরাশি! শান্ত তিলপাড়া ব্যারেজে সময় কাটান নদীর কলতানে
বীরভূমের সিউড়ি শহরের একদম কাছেই, মাত্র ৭ কিলোমিটার দূরে লুকিয়ে আছে এক শান্ত, সুন্দর জায়গা তিলপাড়া ব্যারেজ। ব্যস্ত শহরজীবনের মাঝেই এমন একটি জায়গা যে এতটা প্রশান্ত হতে পারে, তা না এলে বোঝাই যায় না। পিকনিক হোক বা ডে আউটিং স্বল্প সময়ে ঘুরে আসার জন্য এটি আদর্শ। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
যাওয়াটা একেবারেই সহজ। সিউড়ি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো ধরলেই অনায়াসে পৌঁছে যাওয়া যায় এখানে। রাস্তা খুব একটা দীর্ঘ নয়, কিন্তু যত এগোবেন ততই শহরের কোলাহল কমে আসবে। মনটা ধীরে ধীরে ভ্রমণের ছন্দে ঢুকে পড়বে।
advertisement
3/5
ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত এই ব্যারেজটির দৈর্ঘ্য প্রায় ৩০৯ মিটার। ১৯৪৯ সালে এর নির্মাণকাজ সম্পূর্ণ হয়। বহু বছর ধরে এই ব্যারেজ শুধু নদীর জল নিয়ন্ত্রণই করেনি, বীরভূমের প্রকৃতির সঙ্গেও জড়িয়ে গেছে অঙ্গাঙ্গিভাবে। ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন এখানেই।
advertisement
4/5
তিলপাড়া ব্যারেজের আসল আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তৃত ময়ূরাক্ষী নদী, দু'পাশের সবুজ তীর আর খোলা আকাশ, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। ব্যারেজের উপর দাঁড়িয়ে নদীর দিকে তাকালে সময় যেন থেমে যায়। বিশেষ করে বিকেলের দিকে বা সূর্যাস্তের সময় এই জায়গার রূপ আরও মোহময় হয়ে ওঠে।
advertisement
5/5
এখানে বড় কোনও খাওয়াদাওয়ার জায়গা নেই, তাই সঙ্গে হালকা খাবার ও জল নিয়ে আসাই ভাল। বেশি ভিড় নেই বললেই চলে, এই নির্জনতাই তিলপাড়া ব্যারেজের সবচেয়ে বড় শক্তি। সিউড়ি এলে অবশ্যই একদিন সময় বের করে এখানে আসুন। ময়ূরাক্ষীর তীরে কাটানো এই কয়েকটা ঘণ্টা আপনার মনটা অনেকটাই হালকা করে দেবে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: বিকেলের সূর্যাস্ত আর ময়ূরাক্ষীর জলরাশি! শান্ত তিলপাড়া ব্যারেজে সময় কাটান নদীর কলতানে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল