অব্যবহৃত বাসনে ছাতা পড়ে গিয়েছে? ঘরোয়া টোটকায় তুলে ফেলুন সহজেই
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kitchen Hacks: কিছু ঘরোয়া টোটকা মানুন। বাসন থেকে সহজেই দূর হবে ছত্রাক।
advertisement
1/5

উপকরণ যতই দামি হোক না কেন, দীর্ঘ দিন অব্যবহারে বাসনে ছত্রাক বা ছাতা জন্মে যায়। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা অত্যন্ত বেশি হয়। সাধারণ সাবানে এই ছত্রাক দূর হয় না। তার জন্য কিছু ঘরোয়া টোটকা মানুন। বাসন থেকে সহজেই দূর হবে ছত্রাক।
advertisement
2/5
ঈষদুষ্ণ জলে মেশান ১ চামচ বেকিং সোডা এবং হাফ চামচ গুঁড়ো সাবান। ওই মিশ্রণ লাগিযে রাখুন বাসনের ছত্রাক অংশে। তার পর মিনিট ২০ ধরে ঘষুন। এর পর ধুয়ে নিয়ে দেখুন ছত্রাক গায়েব। বাসনও চকচক করছে।
advertisement
3/5
ছত্রাক উঠে গেলেও বাসনে তার গন্ধ থেকে যায়। তার থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ভিনিগার। এ বার স্ক্রাবার দিয়ে পরিষ্কার করুন। তার পর পরিষ্কার জলে ধুয়ে বাসনগুলি রোদে শুকিয়ে নিন। নতুন বাসনের মতো চকচকে হয়ে যাবে।
advertisement
4/5
লেবুর খোসা রোদে শুকিয়ে গ্রাইন্ডারে পিষে নিন। তার থেকে দু চামচ গুঁড়ো নিয়ে তাতে মেশান ১ চামচ ডিশওয়াশিং লিকুইড, ঈষদুষ্ণ জল। সেই মিশ্রণে বাসন ধুলেও ছত্রাকের দাগ ও গন্ধু দূর হবে দুই-ই।
advertisement
5/5
শুকনো লেবুর খোসা না থাকলেও চিন্তা নেই। ৭-৮ টা লেবুর খোসা ছাড়িয়ে জলে সিদ্ধ করুন। ওই জল দিয়ে পরিষ্কার করে নিন বাসন।