TRENDING:

Relationship Tips: কিছুতেই মানিয়ে নিতে পারছেন না দাম্পত্যে? সম্পর্ক মসৃণ করে তুলতে রইল কিছু টিপস

Last Updated:
Relationship Tips: বিয়ের পর মধুচন্দ্রিমার রেশ মিলিয়ে যায় অল্প কিছু দিনেই৷
advertisement
1/5
কিছুতেই মানিয়ে নিতে পারছেন না দাম্পত্যে? সম্পর্ক মসৃণ করে তুলতে রইল কিছু টিপস
অন্যান্য সম্পর্কের মতো দাম্পত্যে মসৃণ রাখতেও একই জুটির দু’জনের তরফেই প্রয়াস প্রয়োজন হয়৷ বিয়ের পর মধুচন্দ্রিমার রেশ মিলিয়ে যায় অল্প কিছু দিনেই৷ তার পরের পর্ব জুড়ে শুধুই একে অন্যের পছন্দ অপছন্দকে গুরুত্ব দিয়ে দাম্পত্য বন্ধুরতাহীন রাখতে হয়৷
advertisement
2/5
আবেগের বোঝা চাপিয়ে দেবেন না সঙ্গীর উপর৷ অতীত হোক বা বর্তমান, জীবনের কোনও পর্যায়ের আবেগের চাপ হয়তো আপনাকে গ্রাস করেছে৷ সেরকমই কোনও ভার হয়তো বইতে হচ্ছে আপনার সঙ্গীকেও৷ তার মনের ভার আর বৃদ্ধি করবেন না৷
advertisement
3/5
অবাস্তব প্রত্যাশাপূরণের আশা রাখবেন না৷ যদি বিবাহিত জীবন তির্যক পথে এগোয়, তাহলে প্রত্যাশার ওজন যত কম হয়, ততই ভাল৷ প্রত্যাশা যত বেশি হবে, তত দমবন্ধ করা পরিবেশ তৈরি হবে৷
advertisement
4/5
দোষারোপের খেলায় যাবেন না৷ মনে রাখবেন ঝগড়া বিবাদ সব সম্পর্কেই থাকে৷ ঝগড়া হলেই সঙ্গীকে দায়ী করবেন না৷ বরং মাঝে মাঝে নিজের দোষস্বীকার করে ‘সরি’ বলুন৷ এতে দু’জনের উপর দু’জনের আস্থা ও ভরসা বাড়বে৷
advertisement
5/5
আপনার ও আপনার সঙ্গীর ব্যক্তিত্ব আলাদাই হবে৷ তাই আপনাদের পছন্দ অপছন্দও আলাদা হতে বাধ্য৷ তাই সঙ্গীর ইচ্ছেকে দমন বা নিয়ন্ত্রণ করা বন্ধ করে সম্পর্কে স্পেস আনুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Tips: কিছুতেই মানিয়ে নিতে পারছেন না দাম্পত্যে? সম্পর্ক মসৃণ করে তুলতে রইল কিছু টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল