Monsoon Washing Tips : বর্ষায় উজ্জ্বলতা হারাচ্ছে আপনার সাদা পোশাক? ধবধবে ভাব ধরে রাখুন এই উপায়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Monsoon Washing Tips : জেনে নিন এই বর্ষায় কী করে সাদা পোশাক ধবধবে রাখবেন
advertisement
1/6

সাদা শার্ট কখনওই ফ্যাশনের বাইরে থাকে না৷ কিন্তু সাদা পোশাকে এক ফোঁটা দাগ লাগলেই সব দফরফা ৷ এ ছাড়া সাদা পোশাকে হলদেটে ছোপ ধরে সহজেই৷ জেনে নিন এই বর্ষায় কী করে সাদা পোশাক ধবধবে রাখবেন ৷
advertisement
2/6
সাদা জামায় দাগ লাগলে সেই অংশে আগে সাবান লাগিয়ে রাখুন ৷ এর পর কাচুন ৷ তা হলে দাগ উঠবে সহজেই ৷
advertisement
3/6
জামায় তেলের দাগ লাগলে প্রথমেই সেখানে জল দেবেন না৷ আগে শুকনো কাগজ সেখানে বসিয়ে যতটা সম্ভব তেল তুলে ফেলার চেষ্টা করুন ৷ ঘষতে পারেন তোয়ালে দিয়েও৷ ধোওয়ার সময় ঠান্ডা জল ব্যবহার করুন ৷
advertisement
4/6
সাদা পোশাক সব সময় আলাদা ভেজাবেন ৷ রঙিন জামাকাপড়ের সঙ্গে কোনওমতেই ভেজাবেন না৷ বিশেষ ধরনের মাইল্ড ডিটারজেন্টে কাচুন সাদা পোশাক ৷ কিছু সাবানে বিশেষ ব্রাইটেনার থাকে৷ সে ধরনের সাবান ব্যবহার করতে পারেন ৷
advertisement
5/6
হাতেই কাচুন বা ওয়াশিং মেশিন ব্যবহার করুন ৷ কাচার জলে মিশিয়ে নিন ১ চামচ ভিনিগার ৷ তাহলে সাদা পোশাকের ধবধবে ভাব ধরা থাকবে ৷ দাগও উঠবে সহজেই ৷ শুকিয়ে নেওয়র পর কাপড়ে থাকবে সুন্দর মিষ্টি গন্ধও৷
advertisement
6/6
কাচা জামাকাপড় সব সময় হাওয়ায় শুকিয়ে নিন৷ বর্ষায় জামাকাপড় শোকানো কষ্টকর হলেও কৃত্রিম উপায়ে পোশাক শোকাবেন না৷ এতে সাদা পোশাকের ধবধবে ভাব ধরা থাকবে ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Washing Tips : বর্ষায় উজ্জ্বলতা হারাচ্ছে আপনার সাদা পোশাক? ধবধবে ভাব ধরে রাখুন এই উপায়ে