TRENDING:

Lifetsyle: ব্রা-এর স্ট্র্যাপ ঢিলে হয়ে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়? রইল অন্তর্বাস ভাল রাখার অন্দরকথা

Last Updated:
Lifetsyle: মহিলাদের অনেক সময়ই বিব্রত করে তোলে ব্রায়ের ঢিলেঢালা স্ট্র্যাপ৷ কথা নেই, বার্তা নেই, কাঁধ থেকে ঝুলে পড়ে ঢিলেঢালা স্ট্র্যাপ৷
advertisement
1/6
ক’দিন পরই ব্রা-এর স্ট্র্যাপ ঢিলে হয়ে যায় ? রইল অন্তর্বাস ভাল রাখার অন্দরকথা
পোশাকের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে অন্তর্বাসের উপর৷ সঠিক মাপের অন্তর্বাস হলে আত্মবিশ্বাসের পাশাপাশি বজায় থাকে ব্যক্তিত্ব ও সৌন্দর্যও৷ কিন্তু মহিলাদের অনেক সময়ই বিব্রত করে তোলে ব্রায়ের ঢিলেঢালা স্ট্র্যাপ৷ কথা নেই, বার্তা নেই, কাঁধ থেকে ঝুলে পড়ে ঢিলেঢালা স্ট্র্যাপ৷
advertisement
2/6
স্লিভলেস পোশাক পরলে বাইরে বেরিয়ে পড়ে স্ট্র্যাপ৷ নয়তো বার বার ঠিক করতে হয় স্ট্র্যাপের পজিশন৷ এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে জানতে হবে যে সমস্যার ভিতরেই লুকিয়ে আছে সমাধান৷
advertisement
3/6
অন্তর্বাসের সবথেকে বড় ও পুরনো সমস্যা হল, সঠিক মাপের অন্তর্বাস না পরা৷ এই সমস্যা একইসঙ্গে অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর৷ সব সময় ব্রেসিয়ার বা ব্রা মাপসই পরুন৷ বড়ও নয়, ছোটও নয়-আপনাকে নিশ্চিত ভাবে চিহ্নিত করতে হবে অন্তর্বাসের সঠিক মাপ৷
advertisement
4/6
শরীরের গঠন ও গড়ন এবং কী পোশাক পরছেন, তার উপর নির্বর করবে আপনার ব্রায়ের ধরন৷ সব পোশাকের সঙ্গে যে কোনও ব্রেসিয়ার পরা চলবে না৷
advertisement
5/6
অন্তর্বাস সব সময় হাতে কাচবেন৷ মেশিনে ধোবেন না৷ মাইল্ড সাবান দিয়ে হাতেই কেচে ফেলুন৷ কড়া রোদে না মেলে ছায়ায় মেলবেন অন্তর্বাস৷ এতে ইল্যাস্টিসিটি ঠিক থাকবে৷
advertisement
6/6
ব্রা-এর স্ট্র্যাপ নিয়ে অস্বস্তি হলে ঠিক করে নিন৷ তবে তাই বলে এত শক্ত করে ফেলবেন না যাতে আপনার ত্বকের উপর দাগ তৈরি করে বসে যায় অন্তর্বাসের স্ট্র্যাপ৷ আপনি স্বচ্ছন্দ কিনা, সেটাই নির্ধারণ করবে আপনি ব্রা ঠিক মতো পরেছেন কিনা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lifetsyle: ব্রা-এর স্ট্র্যাপ ঢিলে হয়ে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়? রইল অন্তর্বাস ভাল রাখার অন্দরকথা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল