Child Care in Monsoon : বর্ষাকাল মানেই সিজন চেঞ্জ! আপনার বাচ্চাকে সুস্থ রাখুন এই সহজ উপায়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Child Care in Monsoon : বর্ষা পুরোপুরি জমিয়ে ইনিংস শুরু করার আগেই জেনে নিন সতর্কতা
advertisement
1/8

বর্ষাকাল মানে সিজন চেঞ্জ বা মরশুম পরিবর্তন৷ এ সময় বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ার প্রবণতা দেখা দেয়৷ সর্দিকাশি, জ্বরের সমস্যার পাশাপাশি দেখা দেয় হজম সংক্রান্ত সমস্যাও৷
advertisement
2/8
বর্ষায় বাচ্চাদের সুস্থ রাখার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ কুমার সালভি কিছু বিশেষ টিপস দিয়েছেন৷ আসুন, সেগুলি জেনে নিই৷ বর্ষা পুরোপুরি জমিয়ে ইনিংস শুরু করার আগেই জেনে নিন সতর্কতা৷
advertisement
3/8
বাচ্চাদের প্রবণতা থাকে জমা জলে লাফানো বা হৈ হৈ করা৷ চেষ্টা করুন এই প্রবণতা থেকে তাদের বার করে আনার৷ রাস্তায় খানাখন্দে জমা জলে তাদের লাফানো বা খেলতে দেবেন না৷ জীবাণু সংক্রমণের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে৷
advertisement
4/8
বর্ষাকালে পরার উপযুক্ত জুতো রাখুন বাচ্চার জন্য৷ চামড়ার জুতো খুব দরকার না থাকলে পরাবেন না৷ কারণ চামড়ার জুতো ভিজে গেলে ঠান্ডা লাগার ভয় থাকে৷ তাছাড়া পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কাও থাকে৷
advertisement
5/8
বর্ষাকালে মশামাছির উপদ্রব বেড়ে যায়৷ ফলে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গি-সহ নানা অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে৷ মাছি থেকে পেটের রোগ ছড়িয়ে পড়ে৷ মশামাছির উপদ্রব থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিন৷
advertisement
6/8
মূল স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস তৈরি করান বাচ্চার মধ্যে৷ বর্ষাকালে যেন তারা খাওয়ার আগে বা পরে হাত ধোয়, সেদিকে খেয়াল রাখতে হবে৷ বাইরে থেকে এসে হাতমুখ, পা ভাল করে পরিষ্কার করতে হবে৷ এতে জীবাণু সংক্রমণ কম হবে৷
advertisement
7/8
বর্ষাকালে বৈদ্যুতিন সামগ্রী থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে৷ জমা জলে বৈদ্যুতিন সামগ্রী থেকে তড়িদাহত হওয়ার ভয় থাকে৷ সে বিষয় সতর্ক হোন৷ জমা জল সবদিক দিয়ে এড়িয়ে চলুন৷
advertisement
8/8
জরুরিকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকুন৷ আপনার সন্তানের শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন যে কোনও সমস্যা হলেই৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Care in Monsoon : বর্ষাকাল মানেই সিজন চেঞ্জ! আপনার বাচ্চাকে সুস্থ রাখুন এই সহজ উপায়ে