Mango Buying Tips: টক না তো? মিষ্টি আম চিনবেন কী করে? রইল টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mango Buying Tips: টক না মিষ্টি! চিনে নিন দোকানের আম দেখেই
advertisement
1/7

আম কেনার সময় আমরা অনেকেই বুঝতে পারি না সেটা মিষ্টি না টক৷ তাই কিছু টিপস মেনে আম কিনুন বাজার থেকে৷ আম মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি৷
advertisement
2/7
গাছপাকা মিষ্টি আম কিন্তু নরম হবে৷ তাই আম কেনার সময় এর গা টিপে দেখুন৷ আঙুলের চাপে কিছুটা গর্ত হয়ে যাবে৷
advertisement
3/7
মিষ্টি আম থেকে গন্ধ বার হবে৷ আম কেনার সময় বোঁটার কাছে শুঁকে দেখুন৷ যদি আমেজের মৃদু গন্ধ পান, বুঝবেন আম মিষ্টি হবে৷
advertisement
4/7
আমের রং যদি ঘন হলুদ হয়, তাহলে আমের স্বাদ মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি৷
advertisement
5/7
আমের গড়ন গোলাকার হলে তার স্বাদ ভাল হবে৷ তার খোসা পাতলা হতে হবে৷ তাহলে আকার ও স্বাদ সব দিক থেকেই আম সেরা হবে৷
advertisement
6/7
আমের খোসায় বলিরেখা থাকলে কিনবেন না৷ তার স্বাদ ভাল হবে না৷ আমের গা যেন নিটোল হয় সেদিকে খেয়াল রাখবেন৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)