Infant Care: শিশুসন্তান হাঁটতে শিখছে না? এই নিয়মগুলি আপনি মানছেন তো?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
হামাগুড়ি থেকে হাঁটা শেখার সময় একটু আধটু পড়ে গেলে চিন্তার কিছু নয়৷ বরং সেটাই স্বাভাবিক৷(Tips to help your infant learn to walk faster)
advertisement
1/6

টলমল পায়ে শিশুকে হাঁটতে দেখার আনন্দ বিরল৷ বাড়ি জুড়ে হাঁটবার সময় কখনও সে মুখ থুবড়ে পড়েও যায়৷ শিশুকে পড়ে যেতে দেখে বিচলিত হয়ে ওঠেন বাবা মা৷ তবে হামাগুড়ি থেকে হাঁটা শেখার সময় একটু আধটু পড়ে গেলে চিন্তার কিছু নয়৷ বরং সেটাই স্বাভাবিক৷(Tips to help your infant learn to walk faster)
advertisement
2/6
অনেক সময়েই বাবা মা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন এই ভেবে যে তাঁদের শিশু ঠিকমতো হাঁটতে শিখছে না৷ জেনে নিন কিছু উপায় যাতে আপনার সন্তান দ্রুত হাঁটতে শেখে৷
advertisement
3/6
শিশুকে ওয়াকার কিনে দেওয়া থেকে বাবা মাকে বিরত থাকতেই বলেন চিকিৎসকরা৷ কারণ তাঁরা মনে করেন এর ফলে সে ওয়াকার নির্ভর হয়ে পড়বে৷ ওয়াকার ছাড়া হাঁটতে চাইবেই না সে৷ বরং, ওয়াকার ছাড়া স্বাভাবিক ভাবেই হাঁটার অভ্যাস করাতে হবে৷
advertisement
4/6
বাচ্চা হাঁটতে শেখার সময় ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে দিন৷ তাহলে শিশু পড়ে গেলেও ব্যথা পাবে না৷ তবে কার্পেট যেন ভারী হয়, সেটা দেখবেন৷ নয়তো কার্পেটে পা পিছলে যেতে পারে৷
advertisement
5/6
দিনে দুবার ভাল করে তেল মালিশ করলে শিশুর শরীরের পেশি মজবুত হয়. ফলে হাঁটতে শিখতে সমস্যা হয় না৷ শিশু যখম হাঁটতে শুরু করবে তখন তাকে সম্পূর্ণ ধরে থাকবেন না৷ বরং নিজের কড়ে আঙুল বাড়িয়ে দিন৷ অবলম্বন করার জন্য সন্তান নিজেই আপনার আঙুল ধরে নেবে
advertisement
6/6
শিশুসন্তানকে সব সময় হাঁটতে উৎসাহিত করুন৷ দরকারে ঘরের কোণে তার প্রিয় খেলনা রেখে দিন৷ তার পর তাকে সেটা আনতে নির্দেশ করুন৷ এভাবেই হামাগুড়ি থেকে হাঁটতে শিখে যাবে আপনার শিশুসন্তান৷