Tips To Get Sparkling Teeth: দাঁতে হলুদ দাগ-ছোপ? মন খুলে হাসতে লজ্জা পান? এই ঘরোয়া উপায়েই দাঁত হবে ঝকঝকে সাদা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রাণ খুলে হাসুন...আর দাঁতে হলদে দাগ-ছোপের ভয় করতে হবে না! এই ঘরোয়া উপায়ে দাঁত হবে দুধের মত সাদা
advertisement
1/6

দাঁত সাদা-ঝকঝকে রাখতে চান? হাজার চেষ্টা করেও পারছে না? দাঁতে হলদে দাগ-ছোপ পড়ছে? এই সমস্যার কারণে প্রকাশ্যে হাসতেও লজ্জা পান? চিন্তা এবার দূরে রাখুন। এই ঘরোয়া উপায়ে দাঁত হবে দুধের মত সাদা।
advertisement
2/6
সাদা দাঁত পেতে ব্যবহার করুন বেকিং সোডা ও লেবু। ৩০ গ্রাম বেকিং সোডার সঙ্গে ১ টি লেবুর রস মিশিয়ে টুথব্রাশে মিশ্রণটি নিয়ে দাঁত মাজুন। তবে, এটি খুব বেশি ব্যবহার করবেন না।
advertisement
3/6
অ্যালোভেরা এবং গ্লিসারিনের মিশ্রণ ব্যবহার করতে পারেন। আধাকাপ বেকিং সোডা, ১ চা চামচ অ্যালোভেরা জেল, ৪ চা চামচ ভেজিটেবল গ্লিসারিন এবং ১ চা-চামচ নুনের মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ দিয়ে দাঁত মাজলে দাঁত হবে মুক্তোর মত ঝকঝকে
advertisement
4/6
কমলা লেবুর ভিতরের খোসা দিয়ে দাঁত ঘষে নিন, দাঁত হবে সাদা ঝকঝকে।
advertisement
5/6
একমুঠো তিলের বীজ নিয়ে কয়েক মিনিট চিবিয়ে ফেলে দিন। এরপর দাঁতের ফাঁকে আটকে থাকা বীজ বার করতে পেস্ট ছাড়া দাঁত ব্রাশ করতে হবে।
advertisement
6/6
এই টিপস-এ খুব সহজে দাঁতের দাগ দূর হবে,দাঁত হবে ঝকমকে-উজ্জ্বল। দাঁতের সমস্ত দাগছোপ উধাও হবে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips To Get Sparkling Teeth: দাঁতে হলুদ দাগ-ছোপ? মন খুলে হাসতে লজ্জা পান? এই ঘরোয়া উপায়েই দাঁত হবে ঝকঝকে সাদা