Tips To Drive Off Rats: ঘরবাড়ি পরিষ্কার রাখার পর-ও ইঁদুরের উপদ্রব? কেমিক্যাল স্প্রে বা বিষ নয়, এই ঘরোয়া উপায়ে ইঁদুর তাড়ান চিরতরে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কীটনাশক বা ‘পেস্ট কন্ট্রোল সার্ভিস’-এর সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই, তবে এগুলোতে নানারকম কেমিক্যাল থাকে! ফলে, নিয়মিত ব্যবহারে স্বাস্থ্যেরও বারোটা বাজে! তারচেয়ে বরং ঘরোয়া উপায়ে ইঁদুরের মোকাবিলা করুন! কোনও সাইড এফেক্ট নেই, অথচ ফল পাবেন হাতেনাতে
advertisement
1/6

ঘরবাড়ি পরিষ্কার রাখছেন, তারপরও ইঁদুরের উপদ্রব থেকে নিস্তার পাচ্ছেন না? কীটনাশক বা ‘পেস্ট কন্ট্রোল সার্ভিস’-এর সাহায্যে ইঁদুরের হাত থেকে নিস্তার মেলে ঠিকই, তবে এগুলোতে নানারকম কেমিক্যাল থাকে! ফলে, নিয়মিত ব্যবহারে স্বাস্থ্যেরও বারোটা বাজে! তারচেয়ে বরং ঘরোয়া উপায়ে ইঁদুরের মোকাবিলা করুন! কোনও সাইড এফেক্ট নেই, অথচ ফল পাবেন হাতেনাতে
advertisement
2/6
তুলোর ছোট ছোট বল পিপারমিন্ট তেলে ডুবিয়ে ঘরের বিভিন্ন স্থানে রাখুন। পিপারমিন্টের গন্ধ ইঁদুর সহ্য করতে পারে না!
advertisement
3/6
লবঙ্গর ঝাঁঝাঁলো গন্ধ ও স্বাদ–দুটোই ইঁদুরের কাছে খুব অস্বস্তিকর। কয়েকটা আস্ত লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে ঘরে কোণায় রেখে দিন। ইঁদুর পালাবে
advertisement
4/6
ঘরের যেখানে বেশি ইঁদুরের উপদ্রব, সেখানে পুরনো কপাড়ে লাললঙ্কাগুঁড়ো পুড়ে, পোটলা বানিয়ে রেখে দিন। শুধু ইঁদুর নয় অন্যান্য পোকা যেমন- পিঁপড়ে, তেলাপোকা ও ছাড়পোকা দূর করতেও লাললঙ্কাগুঁড়োর কোনও বিকল্প নেই!
advertisement
5/6
পঁচা- পেঁয়াজের গন্ধ ইঁদুরের যম! তবে এই গন্ধে আপনার টেকাও দায় হতে পারে! কাজেই, চাইলে টাটকা পেঁয়াজও ইঁদুর উপদ্রুত জায়গায় রাখতে পারেন এবং নিয়মিত পরিবর্তন করুন।
advertisement
6/6
রাতে ঘরের বিভিন্ন জায়গায় যথেষ্ট পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে রাখুন। সকালে ঝেঁড়ে ফেলে দেবেন। ইঁদুর আর ওমুখো হবে না
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips To Drive Off Rats: ঘরবাড়ি পরিষ্কার রাখার পর-ও ইঁদুরের উপদ্রব? কেমিক্যাল স্প্রে বা বিষ নয়, এই ঘরোয়া উপায়ে ইঁদুর তাড়ান চিরতরে