কিছুতেই দাগমুক্ত হয় না চশমা ও রোদচশমার কাচ? মুছে নিন এই জিনিসগুলি দিয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Cleaning spectacles : সানগ্লাস বা চশমা নিয়মিত পরিষ্কার রাখুন ৷ কোন কোন তরল দিয়ে চশমা ও রোদচশমার কাচ পরিষ্কার করবেন, জেনে রাখুন৷
advertisement
1/5

চশমা একদিকে ফ্যাশনেবল, অন্যদিকে অত্যন্ত প্রয়োজনীয় ৷ বিশেষ করে যাঁদের চোখে হাই মাইনাস পাওয়ারে চশমা, তাঁরা তো এটা ছাড়া কার্যত অচল ৷ কম্পিউটার, মোবাইলের স্ক্রিন থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি থেকে চোখকে রক্ষা করে চশমা ৷ তাই সানগ্লাস বা চশমা নিয়মিত পরিষ্কার রাখুন ৷ কোন কোন তরল দিয়ে চশমা ও রোদচশমার কাচ পরিষ্কার করবেন, জেনে রাখুন৷
advertisement
2/5
এক পেয়ালা উইচ হ্যাজেলের সঙ্গে মিশিয়ে নিন অর্ধেক পেয়ালা ডিস্টিল্ড ওয়াটার ৷ এই মিশ্রণ স্প্রে করে নিন চশমা ও রোদচশমার কাচে৷ তার পর মাইক্রোফাইবারের কাপড় দিয়ে মুছে নিন ৷
advertisement
3/5
চশমার কাচ পরিষ্কার করতে ভিনিগারও অসাধারণ ৷ তিন চতুর্থাংশ ডিস্টিল্ড ভিনিগারের সঙ্গে মিশিয়ে নিন এক চতুর্থাংশ জল ৷ তার পর ওই মিশ্রণ রাখুন স্প্রে বটল-এ৷ এ বার ওই মিশ্রণ দিয়ে চশমার কাচ মুছে নিন ৷
advertisement
4/5
তিন চুতর্থাংশ রাবিং অ্যালকোহলে মিশিয়ে নিন ৩-৪ ফোঁটা লিক্যুইড বাসন মাজার সাবান ৷ পরিষ্কার কাপড়ে এই মিশ্রণ লাগিয়ে মুছে নিন চশমার কাচ৷
advertisement
5/5
সম পরিমাণ ডিস্টিল্ড ওয়াটার, ভিনিগার , রাবিং অ্যালকোহল মিশিয়ে রেখে দিন স্প্রে বটলে ৷ এই মিশ্রণ দিয়ে চশমা ও রোদচশমার কাচ মুছে নিন ৷