TRENDING:

Orange Buying Tips: কমলালেবু কিনতে গিয়ে বার বার ঠকে যাচ্ছেন? জানুন এই টিপসগুলি, আর ভুল হবে না

Last Updated:
Orange Buying Tips: জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না
advertisement
1/7
কমলালেবু কিনতে গিয়ে বার বার ঠকে যাচ্ছেন? জানুন এই টিপসগুলি, আর ভুল হবে না
কমলালেবুর স্বাদগন্ধ ছাড়া বাঙালির শীতযাপন অসম্পূর্ণ। নভেম্বর থেকেই বাজারে দেখা মেলে কমলালেবুর। অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন সি এবং অন্যান্য গুণে ভরপুর কমলালেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
advertisement
2/7
তবে অনেক সময়েই কমলালেবু কিনতে গিয়ে আমরা ঠকে যাই। জেনে নিন কিছু টিপস। যেগুলি মনে রাখলে কমলালেবু কেনার সময় ঠকবেন না। তার সঙ্গে জানুন কিছু উপায়ও। যাতে বাড়িতে অনেক দিন কমলালেবু ভাল রাখতে পারবেন।
advertisement
3/7
ওজন :কমলালেবু কেনার সময় শুধু রং দেখবেন না। দেখুন ফলের ওজন। সাধারণত ভারী কমলালেবু হলে বেশি রসাল হওয়ার কথা। কম ওজনের কমলালেবু হলে বেশি রসাল নাও হতে পারে।
advertisement
4/7
স্কুইজ টেস্টআলতো করে চাপ দিন কমলালেবুর গায়ে। যদি খুব শক্ত থাকে, তাহলে হয়তো ফলটি সম্পূর্ণ পরিপক্ব হয়নি। কিছুটা পাকা আছে।
advertisement
5/7
রঙই শেষকথা নয়কমলালেবুর রং উজ্জ্বল হলেই যে মিষ্টি ও সুস্বাদু হবে, তার কোনও মানেই নেই। তাই রং দেখে সব সময় প্রলুব্ধ হবেন না।
advertisement
6/7
মোটা খোসাকমলালেবুর খোসা মোটা হলে এড়িয়ে চলুন। খোসায় দাগ বা গর্ত থাকলেও সেটা কিনবেন না।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Orange Buying Tips: কমলালেবু কিনতে গিয়ে বার বার ঠকে যাচ্ছেন? জানুন এই টিপসগুলি, আর ভুল হবে না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল