TRENDING:

পুত্রবধূর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভাল শাশুড়ি হওয়া অসম্ভব নয়, রইল সহজ সাংসারিক টিপস

Last Updated:
Relationship: একে তো শাশুড়ি পুত্রবধূ সম্পর্ক সব সময়েই আতসকাচের নীচে চর্চিত ৷ তার উপর নিজের এত দিনের সাজানো সংসারে নতুন জনের আগমন ও অধিকার স্থাপন মেনে নেওয়া খুব সহজসাধ্য নয় ৷
advertisement
1/10
পুত্রবধূর সঙ্গে সুসম্পর্ক রেখে ভাল শাশুড়ি হওয়া অসম্ভব নয়, রইল সাংসারিক  টিপস
পুত্রবধূর শাশুড়ির ভূমিকায় দীর্ঘ দিন থাকাও বেশ ক্লান্তিকর ৷ বলা হয়, মেয়ের বিয়েতে একা হয়ে পড়েন বাবা মা৷ কিন্তু ছেলের মায়ের পক্ষেও পরিস্থিতি সব সময় সুখকর থাকে না ৷ একে তো শাশুড়ি পুত্রবধূ সম্পর্ক সব সময়েই আতসকাচের নীচে চর্চিত ৷ তার উপর নিজের এত দিনের সাজানো সংসারে নতুন জনের আগমন ও অধিকার স্থাপন মেনে নেওয়া খুব সহজসাধ্য নয় ৷
advertisement
2/10
তবে স্টিরিওটাইপ বা গত ধরা ধারণা ভেঙে পুত্রবধূর সুসম্পর্ক বজায় রাখা অসম্ভব নয় ৷ ছেলের বউ আপনার মেয়ের জায়গা নিতে পারবেন না ঠিকই৷ আপনিও তাঁর মা নন ৷ কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান উভয় পক্ষের জন্যই কাম্য ৷
advertisement
3/10
সুসম্পর্ক বজায় রাখতে প্রথমেই মনে রাখুন পুত্রবধূ আপনার প্রতিযোগিণী নন, তিনি আপনার ছেলের জীবনসঙ্গী ৷ তিনি ভাল থাকলে আপনার ছেলেও ভাল থাকবে ৷ আপনার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল থাকলে ছেলেও খুশি থাকবেন ৷
advertisement
4/10
কিছুটা জায়গা ছাড়তে শিখুন ৷ ছেলের বিয়ের পর তাঁর জীবনে প্রায়োরিটি পাল্টাবে ৷ তাঁর কাছে স্ত্রী গুরুত্ব পেলে ঈর্ষান্বিত বা আশাহত হবেন না৷ বরং রে নিন এ বার অনেকটা দায়িত্বমুক্ত হলেন আপনি ৷ নিজের শখ ও শৌখিনতার দিকে মন দিন ৷
advertisement
5/10
ছেলে ও পুত্রবধূর ব্যক্তিগত সিদ্ধান্তে আপনি ঢুকতে যাবেন না৷ মানসিকতার পার্থক্য থাকলে বা মনের মিল না হলেও নিজের মতামত ওদের উপর চাপিয়ে দেবেন না৷ যদি ওরা পরামর্শ নিতে আসে, তখন আপনি নিজের মত জানান ৷
advertisement
6/10
পুত্রবধূ আপনার প্রজন্মের নন ৷ তাই আপনার সঙ্গে তার মানসিকতা ও দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকবেই ৷ সেটা মেনে নিন ৷ তার সাজ বা জীবনচর্যা নিয়ে অযথা সমালোচনা করবেন না ৷ সব সময় আপনার পছন্দ অপছন্দও জানাতে যাবেন না ৷
advertisement
7/10
পুত্রবধূর প্রশংসা করতে শিখুন ৷ তার ছোটখাটো কাজ, গুণ যে আপনার চোখ এড়িয়ে যাচ্ছে না, সেটা বোঝান ৷ ছেলের সমান ভালবাসা তাকে দিতে পারবেন না ঠিকই ৷ কিন্তু কিছুটা ভারসাম্য বজায় রাখুন ৷ অন্তত প্রিয়পদ রান্না বা উপহার দেওয়ার দিক থেকে ৷
advertisement
8/10
নিজের মেয়ে বা অন্য কারওর পুত্রবধূর সঙ্গে তার তুলনা করবেন না৷ মনে রাখবেন তাহলে কিন্তু আপনার তুলনা চলে আসবে ৷ তাকে শাসনও করতে যাবেন না ৷ কারণ এখন স্বামী স্ত্রী সম্পর্ক বন্ধুর মতো হয় ৷ সেখানে কেউ কারওর অভিভাবক নন, জীবনসঙ্গী ৷ আপনার অভিভাবকত্বও পুত্রবধূর কাছে অযাচিত মনে হতে পারে ৷
advertisement
9/10
নিজের বাবা মাকে ছেড়ে আপনার সংসারে পুত্রবধূ এসেছে, তাদের ভুলে গিয়ে নয় ৷ তাই মেয়ে হিসেবে বাবা মায়ের প্রতি তার কর্তব্যপালনে বাধা দেবেন না ৷ তার বাবা মা বা পরিজনদের নিয়ে কটূক্তি, শ্লেষ করবেন না ৷ তাদের পরিবার যে আপানর পরিবারের তুলনায় খাটো, সেরকম কোনও বার্তা দেবেন না ৷
advertisement
10/10
পুত্রবধূর মতো আপনার ছেলেরও কিন্তু তার শ্বশুরবাড়ির প্রতি কিছু কর্তব্য আছে ৷ সেগুলো পূরণ করার সময় ভাববেন না যে সে ‘পর’ হয়ে গেল বা শ্বশুরবাড়ির বেশি কাছের হয়ে গেল ৷ সবশেষে, নিজে শ্বশুরবাড়িতে এসে কী কী কষ্ট করেছেন, সেগুলো তো পুত্রবধূকে করতে হচ্ছে না-এই ভেবে ঈর্ষাপরায়ণ বা হতাশ হবেন না৷ শুধু মনে রাখুন আপনার তুলনায় সময় এগিয়ে গিয়েছে ৷ তাই সব একরকম হবে না ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পুত্রবধূর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ভাল শাশুড়ি হওয়া অসম্ভব নয়, রইল সহজ সাংসারিক টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল