ডেটের প্রস্তাবে অনিচ্ছুক হলে নম্রভাবে 'না' বলবেন কী করে, জেনে নিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Refusing a date: জেনে নিন কীভাবে বিনীত ভাবে নম্রকথায় না বলবেন
advertisement
1/5

সহজে 'না' বলা মোটেও সহজ নয়। বিশেষ করে যদি ডেটে যাওয়ার সম্ভাবনা হয়, তাহলে সবই স্পর্শকাতর হয়ে ওঠে। কারণ প্রত্যাখ্যানে অনেক সময় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তাই জেনে নিন কীভাবে বিনীত ভাব নম্রকথায় না বলবেন।
advertisement
2/5
সততার তুলনায় ভাল বিকল্প আর কিছু হতে পারে না। কাউকে আঘাত করতে না চাইলে সত্যি কথাই বলুন। আপনার যদি সত্যি অপছন্দ হয় সঙ্গীকে, সে কথা প্রথমেই নরম ভাবে বুঝিয়ে বলুন। ইচ্ছের বিরুদ্ধে ডেটে গিয়ে তিক্ততা আনবেন না সম্পর্কে।
advertisement
3/5
ডেটে না যাওয়া কোনও অপরাধ নয়। তাই ক্ষমা চাওয়ার কোনও প্রয়োজন নেই। বরং আপনি যে মনের দিক থেকে প্রস্তুত নন, সে কথা বুঝিয়ে দিন।
advertisement
4/5
বন্ধুত্বপূর্ণ পরিবেশে সহ শরীরী ভাষায় ডেটে যান। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন।
advertisement
5/5
প্রেমের সম্পর্ক তৈরি না হলেও ডেটে যেতে পারেন। দু’জনের প্রতি শ্রদ্ধা ও সম্ভ্রম রাখবেন। না গেলেও ডেটের প্রস্তাব পেয়ে ধন্যবাদ জানান।