TRENDING:

নতুন বিয়ের পর পরই সংসারে তীব্র অশান্তি, জানুন কীভাবে নতুন জীবনে মানিয়ে ঝগড়া এড়াবেন

Last Updated:
Life after marriage : যে সময় চলে যায়, সেটা আর ফিরে আসে না৷ তাই বিয়ের পর প্রথম থেকেই সতর্ক হোন৷ কিছু নীতি অনুসরণ করুন৷ তাহলে দাম্পত্য কলহ দূরেই থাকবে আপনাদের থেকে৷
advertisement
1/6
বিয়ের পর পরই সংসারে অশান্তি, জানুন কীভাবে নতুন জীবনে মানিয়ে ঝগড়া এড়াবেন
বিবাহিত জীবনের মাধুর্য বেশি পরিমাণে থাকে দাম্পত্যের প্রথম পর্বে৷ কিন্তু বিয়ের পর পরই তিক্ততা দেখা দিলে জানালা দিয়ে সব রোম্যান্স পালিয়ে যাবে৷ আর যে সময় চলে যায়, সেটা আর ফিরে আসে না৷ তাই বিয়ের পর প্রথম থেকেই সতর্ক হোন৷ কিছু নীতি অনুসরণ করুন৷ তাহলে দাম্পত্য কলহ দূরেই থাকবে আপনাদের থেকে৷
advertisement
2/6
ছেলে বা মেয়ের ক্ষেত্রে বিয়ের পর এক থেকে দুই হয়ে যেতে হয়৷ মেয়েদের তো পুরো নতুন পরিবারে এসে সব মানিয়ে নিতে হয়৷ তার মধ্যে বেড়ে যায় দায়িত্বও৷ সেখান থেকেই জন্ম হয় তিক্ততার৷ তাই প্রথমেই জীবনসঙ্গীর সঙ্গে ভাল বোঝাপড়া তৈরি করুন ৷ আন্ডারস্ট্যান্ডিং পোক্ত হলে সমস্যার সেখানে অনুপ্রবেশ হয় না৷
advertisement
3/6
অনেকেই মনে করেন বিয়ের পর নাকি স্বাধীনতা চলে যায়৷ এই ভাবনা যত বেশি গভীর হয়, তত তিক্ততা বাড়ে৷ তাই সেভাবে না চিন্তা করে বরং ভাবুন আপনি এখন একটা টিম বা দলের অংশ৷ তাই টিম স্পিরিটকে উপভোগ করুন৷ তাকে সদর্থক উপায়ে কাজে লাগান৷
advertisement
4/6
জীবনসঙ্গী আর আপনি ভিন্ন পরিবেশে বড় হয়েছেন৷ তাই মতামতের দ্বন্দ্ব থাকবেই৷ সেখান থেকে কোনও ঝগড়ার জন্ম হতে দেবেন না৷ বরং আলোচনা করে একটা মধ্যপন্থায় এসে চলার চেষ্টা করুন৷
advertisement
5/6
জীবনসঙ্গীর পরিবারের সঙ্গে সুসসম্পর্ক তৈরি করুন ৷ মেয়েদের পাশাপাশি ছেলেদেরও এই বিষয়টা মনে রাখতে হবে৷ আপনি স্ত্রীর পরিজনদের নিজের বলে ভাবলে তবেই এই একই আচরণ খুঁজে পাবেন স্ত্রীর মধ্যেও৷
advertisement
6/6
ঘরে বাইরে কাজের চাপে রোম্যান্সকে ভুলে যাবেন না৷ তবে এ ব্যাপারেও জীবনসঙ্গীর পছন্দ অপছন্দ জানুন এবং গুরুত্ব দিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
নতুন বিয়ের পর পরই সংসারে তীব্র অশান্তি, জানুন কীভাবে নতুন জীবনে মানিয়ে ঝগড়া এড়াবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল