TRENDING:

Perimenopause : ঋতুস্রাবের পেরিমেনোপজ পর্ব ভয়ঙ্কর! এ সময় মহিলারা সুস্থ থাকবেন কী করে?

Last Updated:
Perimenopause: এ সময় সব সময় বিছানায় শুয়ে ঘুমোতে বা বিশ্রাম করতে ইচ্ছে করে৷ জোর করে যেন কাজ করতে হয়৷ তবুও নিজেকে সক্রিয় রাখুন৷
advertisement
1/6
ঋতুস্রাবের পেরিমেনোপজ পর্ব ভয়ঙ্কর! এ সময় মহিলারা সুস্থ থাকবেন কী করে?
মেয়েদের জীবনে মেনোপজ বা ঋতুস্রাব চিরকালের জন্য বন্ধ হয়ে যাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ৷ এ সময় ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি৷ ইস্ট্রোজেন হরমোনের মাত্রার তারতম্যের জন্য দেখা দেয় পেরিমেনোপজ পরিস্থিতি৷ ফলে মাঝ বয়সে ওজন বাড়তে থাকে৷
advertisement
2/6
বার্ধক্য, অপর্যাপ্ত ঘুম, হরমোন, জিনগত কারণ, ইনসুলিন রেজিস্টান্স বেড়ে যাওয়া, মাসল মাস কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় এ সময়ে৷ ওজন বৃদ্ধির পিছনে দায়ী থাকে এই কারণগুলিও৷
advertisement
3/6
হরমোনের পরিবর্তনের জন্য এ সময় হটফ্লাশ, অসহ্য গরম লাগা, ঘুমের গোলমাল, ঋতুস্রাব চক্রের পরিবর্তন, মাথাব্যথা, মুড পরিবর্তন, ডিপ্রেশন, উদ্বেগ, ওজন বেড়ে যাওয়া-সহ একাধিক উপসর্গ দেখা দেয়৷
advertisement
4/6
এ সময় সব সময় বিছানায় শুয়ে ঘুমোতে বা বিশ্রাম করতে ইচ্ছে করে৷ জোর করে যেন কাজ করতে হয়৷ তবুও নিজেকে সক্রিয় রাখুন৷ অ্যারোবিক্স, স্ট্রেনথ ট্রেনিং, স্ট্রেচিং-এর মতো অনুশীলন করুন৷ একটু দূরত্ব হলেও রোজ হাঁটুন৷
advertisement
5/6
অ্যালকোহলের নেশা থাকলে তার থেকে দূরে থাকতেই হবে৷ পরিবর্তে লেমোনেড খেতে পারেন৷ কারণ অ্যালকোহলিক পানীয়ে ক্যালরি ও ওজন বাড়ে৷
advertisement
6/6
আমিষের তুলনায় বেশি করে খান নিরামিষ খাবার৷ অতিরিক্ত স্নেহ জাতীয় পদার্থের জন্য রেড মিট বর্জন করুন সম্পূর্ণ৷ ডাল, শাকপাতা থেকে শরীরে প্রোটিনের অভাব পূর্ণ করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Perimenopause : ঋতুস্রাবের পেরিমেনোপজ পর্ব ভয়ঙ্কর! এ সময় মহিলারা সুস্থ থাকবেন কী করে?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল