TRENDING:

শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শ্বশুরবাড়ির মন জয় করা পুত্রবধূর পক্ষে অসম্ভব নয়, শুধু মনে রাখুন এই টিপসগুলি

Last Updated:
Relationship : ‘ইগনোর’ করা কিন্তু ঝগড়ার থেকেও তিক্ত ৷ ঘরের কাজে শাশুড়ি সাহায্য করতে চাইলে ফিরিয়ে দেবেন না৷ আপনিও তাঁকে সাহায্য করুন ৷
advertisement
1/10
শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা পুত্রবধূর পক্ষে অসম্ভব নয়, রইল টিপস
অনেকেই মনে করেন শ্বশুরবাড়িতে ভাল পুত্রবধূ হওয়া কার্যত সোনার পাথরবাটি ৷ কারণ বিয়ের পর মেয়েদেরই অন্য পরিবারে গিয়ে মানিয়ে চলতে হয় ৷ সেক্ষেত্রে বেশি চর্চিত হয় শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সম্পর্ক ৷ কিন্তু শাশুড়ি পুত্রবধূ সুসম্পর্ক আদপেই অসম্ভব নয় ৷ শুধু সদ্য বিবাহিতা হিসেবে মনে রাখুন কিছু টিপস৷
advertisement
2/10
মনে রাখবেন পু্ত্রবধূ হিসেবে আপনি যেমন নতুন ভূমিকায়, তেমনই নতুন ভূমিকায় পা দিয়েছেন শাশুড়িও ৷ প্রথমেই মনে কোনওরকম তিক্ততা রাখবেন না ৷ সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে সম্পর্ক শুরু করুন ৷ তাহলে অন্তত গোড়ায় গলদ থাকবে না ৷
advertisement
3/10
মায়ের জায়গায় কাউকে বসানো যায় না ঠিকই৷ কিন্তু চেষ্টা করুন অন্তত আপাতভাবে মায়ের সঙ্গে শাশুড়ির বৈষম্য না করতে ৷ জন্মদিন উপলক্ষে উপহার দিন দু’জনকেই ৷ শাশুড়ি যদি দূরে থাকেন, তাঁকে বাড়িতে এসে থাকতে বলুন অন্তত দিন কয়েকের জন্য ৷ স্বামী ও সন্তানদের নিয়ে আপনিও যান শাশুড়ির কাছে দিন কাটাতে ৷
advertisement
4/10
কিছু ক্ষেত্রে শাশুড়ি তাঁর পুত্রবধূকে প্রতিযোগী ভাবেন ঠিকই ৷ তাই নিজেকে কিছুটা এগিয়ে রাখার জন্য শাশুড়ির আচরণে কিছু পরিবর্তন তো লক্ষ করতেই পারেন ৷ সেটা বুঝতে পেরেও নিজেকে সংযত রাখুন ৷ আপনিও নিজেকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী ভেবে বসবেন না ৷ নিজের আচরণ সংযত রাখাই শ্রেয় ৷
advertisement
5/10
শাশুড়ি গৃহবধূ৷ আপনি কর্মরতা-হতেই পারে এই পরিস্থিতি ৷ তাই বলে তাঁর প্রতি অশ্রদ্ধা পোষণ করবেন না৷ শ্রদ্ধা বজায় রাখুন ৷ তাঁর কাছেও অতীত জীবনের সংগ্রাম জানতে চান ৷ তিনি কীভাবে এত দিন সংসারের হাল ধরে থেকেছেন, সন্তানদের বড় করে তুলেছেন-জানতে চান সে সব দিনের কথা৷ তাঁর সংগ্রামকেও সম্মান করুন ৷
advertisement
6/10
নতুন পরিবারে মানিয়ে নিতে সময় লাগবে৷ নিজেকে সেই সময় দিন ৷ শ্বশুরবাড়িতে আপ্যায়িত না হলেও আহত হবেন না ৷ তাঁদেরকেও সময় দিন ৷ আপনাকে চেনার ও বোঝার জন্য ৷
advertisement
7/10
শাশুড়ি যখন কথা বলবেন, সেদিকে মনোযোগ দিন ৷ তাঁর কথা অর্থহীন লাগলেও অবহেলা করবেন না৷ ‘ইগনোর’ করা কিন্তু ঝগড়ার থেকেও তিক্ত ৷ ঘরের কাজে শাশুড়ি সাহায্য করতে চাইলে ফিরিয়ে দেবেন না৷ আপনিও তাঁকে সাহায্য করুন ৷
advertisement
8/10
শাশুড়ি দূরে থাকলে ফোনে নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখুন ৷ খোঁজ রাখুন তাঁর শরীর ও স্বাস্থ্যের ৷ বাড়ির সব দরকারি কথা তাঁকে জানান ৷ এরকম যেন না হয়, বাড়ির কোনও গুরুত্বপূর্ণ ঘটনা আপনার শাশুড়ির অজ্ঞাতই থেকে গেল৷
advertisement
9/10
সাংসারিক বিষয়ে আপনার শাশুড়ি অনেক বেশি অভিজ্ঞ ৷ তাই তাঁর পরামর্শ নিন ৷ আপনার পছন্দ না হলেও তাঁর কথা মন দিয়ে শুনুন ৷
advertisement
10/10
সন্তানকে বড় করে তোলার বিষয়ে শাশুড়ির পরামর্শ নিন ৷ নাতি নাতনির সঙ্গে ঠাকুমার সখ্যে বাধা দেবেন না৷ শাশুড়িকে ‘সেকেলে’ চিহ্নিত করবে বসবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে শ্বশুরবাড়ির মন জয় করা পুত্রবধূর পক্ষে অসম্ভব নয়, শুধু মনে রাখুন এই টিপসগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল