Burned yourself cooking: রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন? এই সব ঘরোয়া উপায়ে করুন প্রাথমিক চিকিৎসা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Burned yourself cooking: যখন ছ্যাঁকা লাগবে, তখন সময় নষ্ট না করে কয়েকটি উপায় অবলম্বন করতে হবে। দেখে নেওয়া যাক সেই সব উপায়।
advertisement
1/5

রান্না করতে গিয়ে অনেক সময় আচমকাই গরম কড়াই কিংবা গরম প্যানে ছ্যাঁকা লেগে যায়। এতে ত্বক পুড়ে যেতে পারে। আর গোটা ঘটনাটাই ঘটে যায় অসাবধানতাবশত! তবে ত্বকে অল্প ছ্যাঁকা লাগলেও তার জেরে যে কষ্টটা হয়, সেটা মারাত্মক!
advertisement
2/5
এমনকী, সঠিক পদক্ষেপ না গ্রহণ করলে কিন্তু ত্বক সংক্রমণ পর্যন্ত ঘটে যেতে পারে! তাই যখন ছ্যাঁকা লাগবে, তখন সময় নষ্ট না করে কয়েকটি উপায় অবলম্বন করতে হবে। দেখে নেওয়া যাক সেই সব উপায়।
advertisement
3/5
ঠান্ডা জল:হাত বা শরীরের কোনও অংশে গরম ছ্যাঁকা লাগলে প্রথমেই সেই অংশটায় ঠান্ডা জল দিতে হবে। কল খুলে তার নিচে পোড়া অংশটিকে ধরতে হবে, এতে পুড়ে যাওয়ার প্রভাব অনেকটাই কমে যাবে। অনেকেই এই বিষয়ে একটা ভুল করেন। তাঁরা মনে করেন যে, পুড়ে যাওয়া অংশটা আগে ঠান্ডা হোক, তার পরে পোড়া অংশটার সংস্পর্শে অন্য কোনও কিছু আনা যাবে। এর পরিবর্তে বরং ঠান্ডা জল অথবা আইস প্যাক লাগালে আরাম মিলবে। তবে পোড়া অংশের সংস্পর্শে যদি জামাকাপড় থাকে, সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে।
advertisement
4/5
কতটা পুড়েছে সেটা বোঝা: জল দেওয়ার পর কত ডিগ্রি বার্ন, সেটা চিহ্নিত করতে হবে। এর জন্য উপসর্গ দেখে কতটা খারাপ অবস্থা সেটা বোঝার চেষ্টা করা জরুরি। ধরা যাক, পোড়া অংশটায় কাঁটা-কাঁটা অনুভূত হচ্ছে, কিংবা ক্ষতস্থান লাল হয়ে জ্বালা-চুলকানি হচ্ছে। অথচ ফোস্কা পড়েনি। তাহলে সেটা ফার্স্ট ডিগ্রি বার্ন বলে চিহ্নিত হবে। তবে যদি ক্ষতস্থান থেকে চামড়া উঠতে শুরু করে মাংস বেরিয়ে আসে, তাহলে চিন্তার বিষয় রয়েছে। আর এক্ষেত্রে সবথেকে বড় কথা হল, পোড়ার ক্ষত নিরাময় করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
5/5
এর পর কী করণীয়?- ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে আইস প্যাক লাগিয়ে ব্যথা উপশমের জন্য একটা ওটিসি ওষুধ খেয়ে নিলেই হল। তবে গুরুতর ক্ষত হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। ত্বকের পোড়া অংশে গরম জল কিংবা তেল লাগালে হিতে বিপরীত হতে পারে। তার পরিবর্তে অ্যালো ভেরা জেল লাগালে আরাম মিলবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Burned yourself cooking: রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন? এই সব ঘরোয়া উপায়ে করুন প্রাথমিক চিকিৎসা