Homemade Alta: আলতা পরলেই পায়ে চুলকানি-ফুসকুড়ি হয়? আর ভয় নেই অ্যালার্জির, বাড়িতে এভাবে বানিয়ে নিন ঘরোয়া আলতা, রইল স্টেপ বাই স্টেপ
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Homemade Alta: খুব সহজেই বাড়িতে আলতা তৈরি করা যেতে পারে, যা বাজারে পাওয়া আলতার চেয়ে ভাল। আলতার এমন কিছু ডিজাইন রয়েছে, যা সাজসজ্জায় বাড়তি আকর্ষণ যোগ করবে, জেনে নেওয়া হবে সেই বিষয়েও।
advertisement
1/5

হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের জন্য আলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রসাধন। যে কোনও পূজা হোক বা শুভ উপলক্ষ্য, বিবাহিত মহিলারা অবশ্যই পায়ে আলতা লাগান। এমনকি বিয়েতেও, আলতা না লাগিয়ে কনেকে বিদায় জানানো হয় না। অনেকে আবার বিভিন্ন ধরনের ডিজাইনের আলতা পরতেও পছন্দ করেন। এটি সাধারণত বাজার থেকে কেনা হয়, কিন্তু, অনেকেই জানে না যে আলতা বাড়িতেও তৈরি করা যায়।
advertisement
2/5
এখানে জেনে নেওয়া যাক এটি কীভাবে বাড়িতে তৈরি করা হয়। খুব সহজেই বাড়িতে আলতা তৈরি করা যেতে পারে, যা বাজারে পাওয়া আলতার চেয়ে ভাল। আলতার এমন কিছু ডিজাইন রয়েছে, যা সাজসজ্জায় বাড়তি আকর্ষণ যোগ করবে, জেনে নেওয়া হবে সেই বিষয়েও।
advertisement
3/5
সাবেকি পদ্ধতিতে আলতা তৈরি করতে প্রথমে একটি পুরনো পাত্র, কাচের গ্লাস হলেই ভাল হয়, তার ভেতরে একটি প্রদীপ রাখতে হবে। এই প্রদীপের খোলে চিনি লাগাতে হবে। প্রদীপের খোলের গায়ে চিনি লাগাতে হবে। এর পর একটি ঢাকনা দিয়ে প্রদীপ ঢেকে দিতে হবে। পাত্রটি ঢেকে রাখা উচিত নয়, বরং প্রদীপের উপর ঢাকনা রাখতে হবে। এর পর পাত্রটি আগুনে রাখতে হবে। এই গ্লাসের উপরে জল ভর্তি একটি বাটি রাখতে হবে। গ্লাসটি ৫ মিনিটের জন্য কম আঁচে রাখতে হবে। এরপর, যখন সেই বাটিটি সরিয়ে নেওয়া হবে, সেই প্রদীপের উপরের ছোট ঢাকনার উপরে লাল তরল জমা হবে। এই তরলে কুমকুম যোগ করতে হবে এবং ভাল করে মিশিয়ে নিতে হবে। এভাবেই ঘরে আলতা তৈরি করা যায়, যা লাগানোর পর সবাই প্রশংসা করবে।
advertisement
4/5
আলতা পরিপাটিভাবে নয়, বরং কিছুটা এলোমেলো ভাবে লাগালেই দেখতে ভাল লাগবে। পায়ের পাতার নীচে ছাড়াও তুলো দিয়ে পায়ের পাতার উপরে ডিজাইন তৈরি করা যায়। এর সাদা রঙ দিয়ে পায়ে একটি গোল নকশা তৈরি করতে হবে। এর চারপাশে আলতার ফোঁটা এঁকে দিতে হবে। আবার, আঙুলেও আলতা পরা যায়। আঙুলের উপরটা রাঙিয়ে নিয়ে হাতের চেটোর উপরে পায়ের মতো একই রকম গোল নকশা তৈরি করা যায়। পায়ে নূপুর এবং আঙুলে আংটি পরলে আলতার সাজ আরও সুন্দর হয়।
advertisement
5/5
এই নকশাটি হাতে বা পায়ের উপর লাগানোর জন্য খুব বেশি কষ্টও করতে হবে না। এই সহজ নকশাটি হাত আর পায়ের সৌন্দর্য বৃদ্ধির জন্যও খুবই ভাল। এই নকশায় কেবল একটা ভরাট সাদা গোল আর লাল বিন্দু তৈরি করতে হবে। সাদায় আর লালে মিশে এই আলতার নকশা সাজ অন্য সকলের থেকে আলাদা করে তুলতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Homemade Alta: আলতা পরলেই পায়ে চুলকানি-ফুসকুড়ি হয়? আর ভয় নেই অ্যালার্জির, বাড়িতে এভাবে বানিয়ে নিন ঘরোয়া আলতা, রইল স্টেপ বাই স্টেপ