TRENDING:

দেওয়ালে তাকালেই টিকটিকির নাচ দেখছেন? ভয় নেই, এটা করুন! লেজ গুটিয়ে পালাবে, এক পয়সাও খরচ হবে না!

Last Updated:
Tips And Tricks: বাড়ছে টিকটিকির উৎপাত? রান্নাঘর থেকে দেওয়ালের কোণ—সব জায়গায় ঘোরাঘুরি! ভয় বা অস্বস্তিতে না ভুগে ঘরোয়া উপায়েই তাড়িয়ে দিন টিকটিকি।
advertisement
1/8
দেওয়ালে টিকটিকির নাচ দেখছেন? ভয় নেই, এটা করুন! লেজ গুটিয়ে পালাবে, এক পয়সাও খরচ হবে না!
গ্রীষ্মকাল এলেই বাড়িতে টিকটিকির আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে রান্নাঘর, স্টোর রুম বা দেওয়ালের কোণায় তাদের দেখা মেলে প্রায়ই। বেডরুমের দেওয়ালেও চলে টিকটিকির নাচ! যা দেখে ভয়ে শিউরে ওঠেন অনেকেই। সরীসৃপে ঘেন্না থাকলে টিকটিকি দেখলেই সমস্যা হয় একাংশের। এর থেকে রেহাই পাওয়ার সহজ টোটকা আজ বলব। এক টাকাও খরচ হবে না।
advertisement
2/8
অনেকে বলেন, টিকটিকি মশা বা পোকা খেয়ে ঘরকে পরিষ্কার রাখতে সাহায্য করে, কিন্তু দিনের পর দিন চোখের সামনে ওদের ঘোরাফেরা অনেকের মধ্যেই অস্বস্তি আর ভয় তৈরি করে। যাঁরা এই সমস্যায় পড়েছেন, তাঁদের বলব—চিন্তার কিছু নেই! আপনার রান্নাঘরের মশলা থেকে শুরু করে হাল্কা কিছু গন্ধ—all natural remedies—দিয়েই সহজে টিকটিকি দূরে রাখা যায়।
advertisement
3/8
১. ডিমের খোসা—টিকটিকির ভয় টিকটিকি ডিমের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ডিম খাওয়ার পর খোসা শুকিয়ে নিয়ে ঘরের দরজা, জানালা ও কোণায় রাখুন। এটি একদম সহজ, সস্তা এবং কার্যকরী ঘরোয়া পদ্ধতি।
advertisement
4/8
২. রসুন-পেঁয়াজের মিশ্রণ—গন্ধেই ছিটকে পালায় টিকটিকি তীব্র গন্ধ একেবারেই পছন্দ করে না। রসুন ও পেঁয়াজের রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে দিন। এরপর যে জায়গাগুলিতে টিকটিকি বেশি আসে সেখানে ছিটিয়ে দিন। কয়েক দিনের মধ্যেই ওরা সেই জায়গা এড়িয়ে চলবে।
advertisement
5/8
৩. কফি ও তামাকের গুঁড়ো—অতিশক্তিশালী প্রতিবন্ধক কফি পাউডার ও তামাক মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে রাখুন সেই জায়গায় যেখানে টিকটিকি বেশি দেখা যায়। এই বলগুলো টিকটিকির জন্য ক্ষতিকর, তাই ওরা ওই জায়গা থেকে দূরে থাকে। তবে খেয়াল রাখবেন, এই বল শিশু ও পোষ্যদের নাগালের বাইরে রাখবেন।
advertisement
6/8
৪. আলো আর পাখা চালু রাখুন—ঠান্ডা অন্ধকার মানেই টিকটিকির গন্তব্য! টিকটিকি ঠান্ডা ও অন্ধকার জায়গা পছন্দ করে। তাই যে ঘরে ওদের বেশি দেখা যাচ্ছে, সেখানে আলো জ্বালিয়ে রাখুন এবং ফ্যান চালিয়ে দিন। এতে ওরা আর সেই জায়গায় থাকতে পারবে না।
advertisement
7/8
৫. পুদিনা বা লেবুর রসের স্প্রে—গন্ধে কাবু টিকটিকি পুদিনা বা লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। এরপর ঘরের দেওয়াল, জানালা ও কোণায় ছিটিয়ে দিন। এই গন্ধ টিকটিকিরা সহ্য করতে পারে না।   
advertisement
8/8
এই ঘরোয়া উপায়গুলোর পাশাপাশি ঘরের পরিস্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দিন। যাতে কোনো পোকামাকড় বা খাবারের উৎস না থাকে—কারণ ওগুলোই টিকটিকিকে আকর্ষণ করে। পরিষ্কার ঘরে টিকটিকির ভিড় জমে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
দেওয়ালে তাকালেই টিকটিকির নাচ দেখছেন? ভয় নেই, এটা করুন! লেজ গুটিয়ে পালাবে, এক পয়সাও খরচ হবে না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল