Winter Tips: রোদের দেখা নেই, শীতের পোশাক ধুলে শুকোবে কীভাবে? এই ৩ উপায় জেনে নিলেই কেল্লাফতে, মিনিটে হবে শুকনো
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Winter Tips: কয়েকটি খুব সহজ উপায়ে চাইলেই সোয়েটরা, মাফলার শুকনো করা যাবে। রোদ লাগবে না। বৃষ্টির দিনেও চিন্তা নেই।
advertisement
1/9

শীতের মরশুম মানেই লেপ, উলের সোয়েটার, মাফলার পরার দিন। পছন্দের মোটা মোটা সুন্দর সোয়েটার, হুডি বা টুপি পরার শখ বেশিরভাগ জনেরই। কিন্তু মুশকিল হল এগুলিকে ধোয়া এবং শুকনো করা।
advertisement
2/9
বিশেষ করে যদি শীতের সময়ে রোদের দেখা না পাওয়া যায়, তাহলে সোয়েটার ধোয়ার পর শুকানো করাও কঠিন হয়ে পড়ে। আবার অনেক সময় গাঢ় রঙের শীতের জামাকাপড় কড়া রোদে দিলে রং চটে যাওয়ার ভয়ও থেকে যায়।
advertisement
3/9
কিন্তু সোয়েটার, মাফলার ব‍্যবহার করার পর ধোয়াও জরুরি। না ধুয়ে বারবার পরতে থাকলে জামাকাপড়ে হতে পারে বোঁটকা গন্ধ। অনেক সময় ত্বকের সমস‍্যাও দেখা দেয় বাসি সোয়েটার থেকে।
advertisement
4/9
কিন্তু শীতের উলের পোশাক ধোয়ার পর শোকাবেন কীভাবে। রোদছাড়া শুকনো করার পর কখনও কখনও এক অদ্ভুত গন্ধও পাওয়া যায়া সোয়েটারে। তবে কয়েকটি খুব সহজ উপায়ে চাইলেই সোয়েটরা, মাফলার শুকনো করা যাবে। রোদ লাগবে না। বৃষ্টির দিনেও চিন্তা নেই।
advertisement
5/9
রুম হিটার: শীতে অনেকেই ঘর গরম রাখতে ব‍্যবহার করেন রুম হিটার। চাইলে এই রুম হিটারের সাহায‍্যেই জামাকাপড় শুকনো করতে পারেন।
advertisement
6/9
হিটার এবং ব্লোয়ার গরম এবং পশমী কাপড় শুকনো করতে বেশ সহায়ক। তবে রুম হিটার না থাকলেও চিন্তা নেই। আরও বেশ কয়েকটি উপায়ে শুকনো করা যেতে পারে।
advertisement
7/9
হেয়ার ড্রায়ার: মূলত ভেজা চুল শুকনো করার জন‍্যই ব‍্যবহার করা হয় হেয়ার ড্রায়ার। কিন্তু জামাকাপড় শুকানোর কাজেও দিব‍্যি ব‍্যবহার করতে পারে হেয়ার ড্রায়ার।
advertisement
8/9
প্রথমে ভেজা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। এবার ঠিক যেমনভাবে চুল শুকান, ঠিক সেভাবেই জামাকাপড়ের উপর দিয়ে চালান হেয়ার ড্রায়ার। খুব দ্রুত শুকিয়ে যাবে জামাকাপড়।
advertisement
9/9
শীতকালে ফ‍্যান বন্ধই থাকে। তবে এই ফ‍্যানকেই কাজে লাগাতে পারেন জামাকাপড় শুকোতে। একটা ঘরে জামাকাপড় মেলে দিন। তারপর ওইঘরের ফ‍্যান চালিয়ে দিন। দিব‍্যি শুকিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Tips: রোদের দেখা নেই, শীতের পোশাক ধুলে শুকোবে কীভাবে? এই ৩ উপায় জেনে নিলেই কেল্লাফতে, মিনিটে হবে শুকনো