Lemon Peel: লেবুর খোসা ভুলেও ফেলবেন না! বাসনের আঁশটে গন্ধ-তেল একেবারে গায়েব করুন, কী ভাবে কাজে লাগাবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Lemon Peel: লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। যার কারণে এটি বাসন পরিষ্কারে ভাল কাজ করে। এর সাহায্যে তামা, পিতল, ইস্পাত, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে তৈরি বাসন পরিষ্কার করতে পারেন।
advertisement
1/5

অনেক সময় দেখা যায় বাসনপত্র, বিশেষ করে পিতলের, এতটাই কালো হয়ে যায় যে ভাল ওয়াশিং পাউডারও সেগুলো পরিষ্কার করতে ব্যর্থ হয়। বারবার পরিষ্কার করার পরেও চকচকেভাব ফিরে আসে না। দেখা গিয়েছে যে, পুরনো লেবুর খোসা এতে খুবই কার্যকর। যা ঘরে সহজেই পাওয়া যায়। লেবুর খোসার সাহায্যে কালো হয়ে যাওয়া বাসনপত্র আবার চকচকে করতে পারেন।
advertisement
2/5
লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। যার কারণে এটি বাসন পরিষ্কারে ভাল কাজ করে। এর সাহায্যে তামা, পিতল, ইস্পাত, অ্যালুমিনিয়াম ইত্যাদি দিয়ে তৈরি বাসন পরিষ্কার করতে পারেন। এটি কেবল পুরনো কালো ভাব দূর করে না, বরং বাসনপত্র থেকে তেলতেলেভাব সম্পূর্ণরূপে দূর করে।
advertisement
3/5
বাড়িতে এমন অনেক বাসনপত্র আছে যা বছরে মাত্র একবার বা দু;বার ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে এই বাসনপত্রগুলো পুরনো দেখাতে শুরু করে। বিশেষ করে পুজোর জন্য ব্যবহৃত বাসনপত্রের ক্ষেত্রে এটি ঘটে। এমন পরিস্থিতিতে লেবুও ব্যবহার করতে পারেন। এতে বাসনপত্রগুলো একেবারে নতুন দেখাবে।
advertisement
4/5
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, লেবু প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায়। এটি প্রতিটি ঋতুতে বাজারে সহজেই পাওয়া যায়। এটি অনেক কিছুতেই ব্যবহৃত হয়। প্রায়শই, লেবুর রস বার করার পরে, এটি ফেলে দেওয়া হয়। কিন্তু এখন এটি আর ফেলে দিতে হয় না।
advertisement
5/5
লেবু চেপে ভিতরের অংশ ব্যবহার করে বাসনপত্র সহজেই পালিশ করা যায়। বাসনপত্রের কালো অংশে আলতো করে ঘষলে তা পরিষ্কার হয়। এর সব ময়লা দূর হয়। সেই সঙ্গে গ্রীসও দূর হয় এবং বাসনপত্র চকচকে হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lemon Peel: লেবুর খোসা ভুলেও ফেলবেন না! বাসনের আঁশটে গন্ধ-তেল একেবারে গায়েব করুন, কী ভাবে কাজে লাগাবেন