Solar Eclipse 2020| কোথা থেকে কোন সময় দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অন্যদিকে এক বিজ্ঞানীর দাবি সূর্যগ্রহণ আর করোনা সংক্রমণের সঙ্গে গভীর ভাবে যোগাযোগ রয়েছে৷
advertisement
1/7

২১ জুন সূর্যগ্রহণের সাক্ষী থাকতে তৈরি হয়ে যান৷ তবে পূর্ণ নয়, একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা৷ যা ভারতের আকাশেও দেখা যাবে রবিবার৷ এদিন সূর্যকে ঢেকে দেবে চাঁদ এবং বার্ষিক এই গ্রহণে পুরো অন্ধকার হয়ে যাবে না৷ তবে তৈরি হবে আগুনের আংটি! ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই গ্রহণ৷
advertisement
2/7
সকাল ১০ থেকে শুরু হবে এই গ্রহণ যা চলবে ১১.৫০ মিনিট পর্যন্ত এবং সেই সময় প্রায় গোটা সূর্য ঢেকে যাবে চাঁদের ছায়ায়৷ ১ মিনিটের কিছুটা বেশি সময় এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে৷ দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রহণ চাক্ষুস করা গেলেও রাজস্থান, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে তা খুব স্পষ্ট দেখা যাবে৷
advertisement
3/7
কলকাতা থেকেও সূর্যগ্রহণের দেখা মিলবে৷ তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে বারণ করেছেন বিশেষজ্ঞরা৷
advertisement
4/7
গ্রহণ শুরু হওয়ার সময়-২১ জুন সকাল ৯.১২ মিনিটে৷ প্রথম পূর্ণ গ্রহণ যখন থেকে শুরু হবে- ১০.১৭ মিনিট৷ পুরোপুরি সূর্যগ্রহণ দেখা যাবে- দুপুর ১২.১০ মিনিট৷ যতক্ষণ দেখা যাবে সূর্যগ্রহণ- দুপুর ২.০২ মিনিট৷ গ্রহণ কেটে যাবে- দুপুর ৩.০৪ মিনিট...
advertisement
5/7
ভারত ছাড়াও এই সূর্যগ্রহণ দেখা যাবে আফ্রিকা মহাদেশে৷ যেমন মধ্য আফ্রিকা রিপাবলিক, কঙ্গো, ইথোপিয়া৷ এছাড়াও পাকিস্তান ও চিন থেকেও গ্রহণ দেখা যাবে৷ মহাজাগতিক এই সব বিষয়গুলির সঙ্গে নানা ধরনের কুসংস্থার যুক্ত থাকে৷ যেমন গ্রহণের সময় রান্না না করা বা না খাওয়া৷
advertisement
6/7
আসলে সূর্যের রশ্মিতে হাওয়ায় ভেসে বেড়ানো ধূলিকণা বা জীবাণুর মৃত্যু হয়৷ ফলে সূর্যের তাপ যখন কমবে তাতে কিছুটা প্রভাব পড়বে৷ সে কারণে খেতে বা রান্না করতে নিষেধ করা হয়৷ তার সঙ্গে এবার যুক্ত হয়েছে করোনা মহামারী৷ অনেকেই তাই গ্রহণের জন্য বেশি সতর্ক হয়ে রয়েছেন৷
advertisement
7/7
অন্যদিকে চেন্নাইয়ের নিউক্লিয়ার অ্যান্ড আর্থ সায়েনটিস্ট (Nuclear and Earth Scientist) ডঃ কে এল সুন্দর কৃষ্ণার(Dr. KL Sundar Krishna) দাবি সূর্যগ্রহণ আর করোনা সংক্রমণের সঙ্গে গভীর ভাবে যোগাযোগ রয়েছে৷ ২১ জুন সূর্যগ্রহণ দিয়ে শেষ হবে করোনার প্রকোপ, দাবি তাঁর৷