Thyroid : আপনি কি থাইরয়েডে আক্রান্ত! নিজের নখ দেখেই আন্দাজ করতে পারবেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Thyroid : গোড়াতেই বুঝে নেওয়া প্রয়োজন, আপনার শরীরে কোন রোগ বাসা বেঁধেছে। বর্তমানে থাইরয়েড এমন একটি রোগ যা বহু মানুষের শরীরে বাসা বাঁধছে।
advertisement
1/6

শরীরে একবার রোগ বাসা বাঁধলে তা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে ওঠে। সেই রোগ ধরা পড়তে সময় লাগলে সমস্যা আরও বাড়ে। তাই গোড়াতেই বুঝে নেওয়া প্রয়োজন, আপনার শরীরে কোন রোগ বাসা বেঁধেছে। বর্তমানে থাইরয়েড এমন একটি রোগ যা বহু মানুষের শরীরে বাসা বাঁধছে।
advertisement
2/6
গবেষণা ও সমীক্ষা থেকে দেখা যায়, পুরুষদের থেকে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন। থাইরয়েড হল শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত একটি গ্রন্থি। এই গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন শরীরে বিশেষ ভূমিকা পালন করে।
advertisement
3/6
শরীরে হজম শক্তি, বুদ্ধির বিকাশ, বয়ঃসন্ধি, ঋতুচক্রের মতো বিষয় নিয়ন্ত্রণে এই গ্রন্থির ভূমিকা আছে। এই গ্ল্যান্ডে সমস্যা বাড়তে থাকলে শরীরে আরও বেশ কিছু রোগ বাসা বাঁধে। তবে জানেন কি একটি সহজ উপায়ে বোঝা যায় আপনি থাইরয়েডে আক্রান্ত কিনা ।
advertisement
4/6
থাইরয়েড হরমোন দুই রকমের। টি থ্রি ও টি ফোর। থাইরয়েডের সমস্যাও দুই রকম- হাইপারথাইরয়েডিজম (রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ বেড়ে যায়) ও হাইপোথাইরয়েডিজম (রক্তে থাইরয়েড নিঃসৃত হরমোনের পরিমাণ কমে যায়)। এই দুটো অবস্থাই শরীরে কুপ্রভাব ফেলে।
advertisement
5/6
থাইরয়েডের সমস্যা দেখা দিলে অতিরিক্ত ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া, ঠান্ডা লাগা, চুল পড়ার মতো কিছু লক্ষণ ধরা পড়ে। কিন্তু বোঝার সহজ উপায় হল থাইরয়েডে আক্রান্ত হলে নখে বেশ কিছু পরিবর্তন দেখা যায়।
advertisement
6/6
নখের সঠিক বৃদ্ধি না হলে বা অল্পেতেই নখ ভেঙে গেলে বুঝবেন আপনি হয়তো থাইরয়েডে আক্রান্ত। শরীরের সব ক্রিয়াকলাপ ধীর গতিতে হয়। থাইরয়েড শরীরের ঘামের মাত্রাও নিয়ন্ত্রণ করে। তাই থাইরয়েডে সমস্যা হলে ঘাম কম হয়।