Thunderstorm guidelines: বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে! বাড়িতে থাকুন বা বাইরে, কী করবেন? কী করবেন না?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Thunderstorm guidelines: বাজ পড়া কালীন অবস্থাতে কী ভাবে সুরক্ষিত থাকা যায়, তা নিয়ে সতর্ক করা হল জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ-র (NDMA) তরফ থেকে।
advertisement
1/9

বাজ পড়ে মৃত্যুর খবর প্রায়ই উঠে আসছে খবরের শিরোনামে। যত দিন যাচ্ছে বজ্রপাত হওয়ার ঘটনাও বাড়ছে। বাজ পড়া কালীন অবস্থাতে কী ভাবে সুরক্ষিত থাকা যায়, তা নিয়ে সতর্ক করা হল জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ-র (NDMA) তরফ থেকে।
advertisement
2/9
ঝড়ের আগে ও পরে কী ভাবে সাবধানতা বজায় রাখা দরকার তা নিয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে NDMA। এবং ঝড় বৃষ্টির সময়ে বাজ পড়লেও কী করা উচিত তা নিয়েও গাইডলাইন প্রকাশ করেছে তারা।
advertisement
3/9
একটি এমার্জেন্সি কিট সঙ্গে রাখুন। কোনও বিপদ হলে যাতে তৎক্ষণাৎ কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে।
advertisement
4/9
বাড়ির কোনও অংশ ভাঙা থাকলে তা সারিয়ে নিন। অথবা কোনও বৈদ্যুতিক তারে যদি সমস্যা হয়ে থাকে তা অবশ্যই দ্রুত ঠিক করান। কোনও ধারালো জিনিস খোলা অবস্থায় রাখবেন না।
advertisement
5/9
বাড়ির জানলা দিয়ে কোনও গাছের ডালপালা ঢুকে আসার মতো অবস্থা হয়ে থাকলে আগেই ব্যবস্থা নিন। ঝড়বৃষ্টি ও আবহাওয়ার খবর সম্পর্কে নিজেকে অবগত রাখুন। আর সেই মতো নিজেকে প্রস্তুত রাখুন।
advertisement
6/9
আজকাল বৃষ্টির সঙ্গে বাজ পড়ার সংখ্যা বেড়ে গিয়েছে। তাই অবশ্যই বাড়িতে থাকুন। খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না।
advertisement
7/9
আগে থেকেই টিভি, কম্পিউটার, ফ্রিজ, এসি-র প্লাগ খুলে রাখুন। তারযুক্ত ফোন একদম ব্যবহার করবেন না এই সময়ে।
advertisement
8/9
লোহার জিনিসপত্রের কাছে থাকবেন না। অনবরত জল পড়ে যাচ্ছে এমন কোথাও যাবেন না। গাছের তলায় দাঁডাবেন না।
advertisement
9/9
এই সময়ে পুকুরে বা স্যুইমিং পুলে সাঁতার কাটবেন না। চেষ্টা করুন যাতে নিজের পোষ্যরা বাড়ির ভিতরেই থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Thunderstorm guidelines: বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে! বাড়িতে থাকুন বা বাইরে, কী করবেন? কী করবেন না?