Dogs Banned in India: এই ৫ প্রজাতির কুকুর পোষা এ দেশে নিষিদ্ধ করল ভারত সরকার, কেন কারণ কী? সামনে এল একাধিক তথ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বছর দেড়েক আগের ঘটনা৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ঘটেছিল সেই বীভৎস ঘটনা৷ নিজেরই মালকিনের উপরে হামলা করে ছিঁড়েখুঁড়ে মেরে ফেলেছিল তাদেরই পোষা কুকুর৷ ওই বৃদ্ধ মহিলা ও তার ছেলের সঙ্গেই থাকত পিটবুল প্রজাতির কুকুরটি৷ কিন্তু, ঘটনার দিন ওই কুকুরটি তাঁর মালকিনকে প্রায় দেড় ঘণ্টা ধরে আঁচড়ে-কামড়েছিল বলে জানা গিয়েছিল৷
advertisement
1/7

বছর দেড়েক আগের ঘটনা৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে ঘটেছিল সেই বীভৎস ঘটনা৷ নিজেরই মালকিনের উপরে হামলা করে ছিঁড়েখুঁড়ে মেরে ফেলেছিল তাদেরই পোষা কুকুর৷ ওই বৃদ্ধ মহিলা ও তার ছেলের সঙ্গেই থাকত পিটবুল প্রজাতির কুকুরটি৷ কিন্তু, ঘটনার দিন ওই কুকুরটি তাঁর মালকিনকে প্রায় দেড় ঘণ্টা ধরে আঁচড়ে-কামড়েছিল বলে জানা গিয়েছিল৷
advertisement
2/7
শুধু ওই লখনউয়ের ঘটনাই নয়, ভারতের নানা প্রান্তে বারবার সামনে এসেছে এমন নৃশংস ঘটনা৷ সেই কারণে ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক স্বভাবের কারণে ২৩টি প্রজাতির বিদেশি কুকুরের পালন, প্রজনন এবং বিক্রয় নিষিদ্ধ করার জন্য। প্রতিটি রাজ্যকে এই মর্মে নির্দেশিকাও পাঠানো হয়েছে৷ আসুন দেখে নেওয়া যাক এমন ৫টি প্রজাতির কুকুর যার পালন, প্রজনন এবং বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে৷
advertisement
3/7
Rottweiler: এটি একটি জার্মান জাতের কুকুর। Rottweilers যতটা অনুগত, তারাও সমান বিপজ্জনক। Rottweilers সাধারণত শান্ত দেখায়, কিন্তু যদি তারা রেগে যায় বা কাউকে আক্রমণ করে তবে তাদের খপ্পর থেকে পালানো অসম্ভব। Rottweiler বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুকুর মধ্যে গণ্য করা হয়৷
advertisement
4/7
pitbull: পিটবুল আমেরিকান কুকুরের একটি জাত। এটি একটি মাঝারি আকারের, বুদ্ধিমান এবং ছোট লোমযুক্ত কুকুর। পুরুষ পিটবুল কুকুর যখন দাঁড়ায়, তখন তার উচ্চতা ১৮ থেকে ২১ ইঞ্চি পর্যন্ত হয়, যখন এর গড় ওজন ২৮ থেকে ৩০ কেজি হয়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুকুরের মধ্যে এদের গণ্য করা হয়। যদি কোনও পিটবুল কোনও মানুষকে বা প্রাণীকে আক্রমণ করে, এর থেকে পালানো কঠিন।
advertisement
5/7
Bull Terrier: আমেরিকান হেয়ারলেস টেরিয়ার একটি অত্যন্ত স্মার্ট কুকুর৷ এর শরীরে লোম কম৷ তবে লোমশ ভ্যারিয়্যান্টেরও খোঁজ মেলে। এই অত্যন্ত সতর্ক প্রকৃতির, তার মালিকের চারপাশের সমস্ত বিষয়ের উপরে কড়া নজর রাখে। যখন টেরিয়ার দাঁড়ায়, তখন এর উচ্চতা ১২ থেকে ১৬ ইঞ্চির মধ্যে হয়। তাদের স্বাভাবিক ওজন ১২ কেজি পর্যন্ত। এরা ১৪ থেকে ১৬ বছর পর্যন্ত বাঁচে।
advertisement
6/7
Wolf dogs: Wolf dogs হল নেকড়ে এবং কুকুরের মিশ্রণে তৈরি একটি প্রজাতির কুকুর। এরা দেখতে দুর্দান্ত। এই প্রজাতির কুকুররা আকারে বড়, সঠিকভাবে যত্ন না নিলে এরাও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
advertisement
7/7
Mastiffs: মাস্টিফসকে বিদেশের অনেক দেশেই পারিবারিক কুকুর হিসাবে বিবেচনা করা হয়। এরা শান্ত প্রকৃতির৷ তবে যে সমস্ত বাড়িতে শিশু বা প্রবীণ সদস্যেরা থাকেন না, সেই বাড়ির জন্যই এই প্রজাতির কুকুররা ভাল৷ এদের বিশাল শরীরই এদের বিপজ্জনক করে তোলে। গৃহপালিত হওয়ার আগে, এগুলি শিকার এবং প্রাণীদের রক্ষার জন্য ব্যবহৃত হত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dogs Banned in India: এই ৫ প্রজাতির কুকুর পোষা এ দেশে নিষিদ্ধ করল ভারত সরকার, কেন কারণ কী? সামনে এল একাধিক তথ্য