Thorn Dissolving Remedies: যত বড়ই হোক, গলে বেরিয়ে যাবে কাঁটা! এই পাতাগুলো চিবিয়ে খেলেই সারবে ব্যথা! রইল ঠাকুমা-দিদিমার ম্যাজিক টোটকা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Thorn Dissolving Remedies: গুড়ের মধ্যে একটি বিশেষ গাছের ২-৩টি পাতা মিশিয়ে খেলেও কাঁটার ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তারপর কাঁটা নিজে থেকেই বেরিয়ে আসে।
advertisement
1/5

রাস্তায়, বাগানে অথবা পথে খালি পায়ে হাঁটলে শরীরে কাঁটা বিঁধে যাওয়াটা খুবই সাধারণ ব্যাপার। মাঝে মাঝে কাঁটাটি বড় হয় এবং অসহ্য যন্ত্রণা দেয়। সেই কাঁটা সহজে বের হয় না। কিন্তু, ঠাকুমা-দিদিমার প্রতিকারের সাহায্যে, আপনি এখন কয়েক মিনিটের মধ্যেই যে কোনও কাঁটা দূর করতে পারবেন। যদি শরীরের কোথাও কাঁটা বিঁধে থাকে, তাহলে এই ঘরোয়া প্রতিকারের গুণ সেই কাঁটা দূর করে দেবে।
advertisement
2/5
একইসঙ্গে, গুড়ের মধ্যে একটি বিশেষ গাছের ২-৩টি পাতা মিশিয়ে খেলেও কাঁটার ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তারপর কাঁটা নিজে থেকেই বেরিয়ে আসে।
advertisement
3/5
আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং ছত্রপুরের বৈদ্য লক্ষ্মণ সাইনি বলেন, ‘‘যখনই শরীরের কোথাও কাঁটা বিঁধে যায়, আমরা একই দেশীয় ওষুধ লিখে থাকি যা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে কয়েক প্রজন্ম ধরে চলে আসছে।’’
advertisement
4/5
তিনি আরও বলেন, এটি এমন একটি ওষুধ যার কোনও খরচ নেই। তাৎক্ষণিকভাবে উপশমও পাওয়া যায়। ডাক্তার আরও বলেন, যদি আপনার শরীরের কোথাও কাঁটা লাগে, তাহলে প্রথমে বেলপাতার ২ থেকে ৩টি পাতা ভেঙে ফেলুন। এই পাতাগুলি প্রায় ২৫ গ্রাম গুড়ের সঙ্গে মিশিয়ে চিবিয়ে খান। এর রস ফেলে দেবেন না। কারণ, এটিই আসল কাজ করবে।
advertisement
5/5
এই ওষুধটি খেলে কাঁটার ব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায়। কয়েক ঘন্টার মধ্যেই কাঁটাটি নিজে থেকেই বেরিয়ে আসে। বৈদ্য বলেন যে শরীরে যে কোনও ধরণের কাঁটা ফুটো হয়েছে, তা সে তেঁতুল, খেজুর, রিয়া, করোন্ডা বা কৈঠা যাই হোক না কেন, এই দেশীয় ওষুধটি সকল ক্ষেত্রেই উপশম প্রদান করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Thorn Dissolving Remedies: যত বড়ই হোক, গলে বেরিয়ে যাবে কাঁটা! এই পাতাগুলো চিবিয়ে খেলেই সারবে ব্যথা! রইল ঠাকুমা-দিদিমার ম্যাজিক টোটকা