Veg High Protein Dish: চিকেন-ডিমকে ১০ গোল দেবে, মেদ গলবে মোমের মতো, এই ভেজ আইটেম থাক পাতে, প্রোটিনের অভাব হবে না
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
শরীরের বাড়তি মেদ ঝরাতে খাদ্যতালিকায় রাখুন এই বিশেষ স্যালাড। এই স্যালাড খেতে খুবই সুস্বাদু। একথা জানিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ অরবিন্দা স্বহ।
advertisement
1/7

পেটের মোটা মেদ গলিয়ে দেবে৷ এই নিরামিষ পদে রয়েছে প্রোটিন ভরপুর৷ খেলে পেট ভরবে, শরীরও থাকবে ফিট
advertisement
2/7
শরীরের বাড়তি মেদ ঝড়াতে খাদ্যতালিকায় রাখুন পনির স্যালাড। এই স্যালাড খেতে খুবই সুস্বাদু। একথা জানিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ অরবিন্দা স্বহ।
advertisement
3/7
এমনিতেই স্যালাড খাওয়া শরীরের পক্ষে ভাল। আর সেটা যদি পনির স্যালাড হয় তাহলে তার মধ্যে আপনি পাবেন প্রোটিন।
advertisement
4/7
লো-কার্ব ডায়েটের ক্ষেত্রে ডায়েটিশিয়ানরা পনির স্যালাড খাওয়ার পরামর্শ দেন। এই পনির স্যালাড তৈরি করতে লাগবে বড় টুকরোর পনির।
advertisement
5/7
একটা বাটিতে হাফ কাপ টকদই দিয়ে গোলমরিচের গুঁড়ো আর চাটমশলা মিশিয়ে নিতে হবে। তাতে হাফ চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো, নুন, কসৌরি মেথি মেশাতে হবে।
advertisement
6/7
এই টকদই এর ব্যাটারে একটু ধনেপাতা কুচি দিয়ে পনিরের টুকরোকে কোট করে নিতে হবে। পনিরের টুকরোতে খুব ভাল করে এই মিশ্রণ মাখিয়ে গ্রিলড প্যানে গ্রিলড করতে হবে।
advertisement
7/7
গ্রিলড হয়ে গেলে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, টকদই, কাঁচালঙ্কা, চাটমশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই হয়ে যাবে পনির স্যালাড।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Veg High Protein Dish: চিকেন-ডিমকে ১০ গোল দেবে, মেদ গলবে মোমের মতো, এই ভেজ আইটেম থাক পাতে, প্রোটিনের অভাব হবে না