Eye Vision Improvement Tips: দৃষ্টিশক্তি হবে শিকারি হায়নার মতো, জীবনেও চশমার প্রয়োজন হবে না, এই বীজে লুকিয়ে শরীরের রক্ষকবচ, ক্যালসিয়ামের ঘাটতিও মিটবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
আয়ুর্বেদিক চিকিৎসক অর্ণব ভট্টাচাৰ্য জানান, "এই বীজে আছে পটাশিয়াম যা ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে। সেইসঙ্গে হৃৎপিণ্ড ভাল রাখে৷ হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায়।"
advertisement
1/6

ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে কাঁঠালের বীজে। তাই দৃষ্টিশক্তি ভাল রাখতে এই ফলের বীজ উপকারী।কাঁঠালের বীজে উচ্চমানের প্রোটিন রয়েছে।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
এই ফলের বীজে উচ্চমানের প্রোটিন রয়েছে। এতেও চোখের দৃষ্টিশক্তি প্রোখর করে৷ এখন অনেক ছোটদেরই চশমার প্রয়োজন হয়৷ কিন্তু এই ফলের বীজে সেই ঘাটতি মিটবে৷
advertisement
3/6
কাঁঠালের বীজ ফাইবার সমৃদ্ধ যা হজম, বিপাক এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এর পাশাপাশি এটি ত্বক ও চুলকেও সুস্থ করে তোলে। সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
স্বাস্থ্যকর হাড়ের জন্য ক্যালসিয়াম ছাড়াও প্রয়োজন ম্যাগনেসিয়ামের। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে থাকে ম্যাগনেসিয়াম। যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় মজবুত করে। সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
কাঁঠালের বীজ আয়রন সমৃদ্ধ। রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে তা সাহায্য করে। অ্যানিমিয়ার সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য এই বীজ দারুণ কাজের। সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
যদি প্রায়শই ক্ষুধার্ত বোধ করে অনেকে সেক্ষেত্রে স্বাস্থ্যকর বিকল্প কিছু কাঁঠালের বীজ। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা পেট দীর্ঘক্ষণ ভরা অনুভব করে। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eye Vision Improvement Tips: দৃষ্টিশক্তি হবে শিকারি হায়নার মতো, জীবনেও চশমার প্রয়োজন হবে না, এই বীজে লুকিয়ে শরীরের রক্ষকবচ, ক্যালসিয়ামের ঘাটতিও মিটবে