Offbeat Spot: হাতে মাত্র ২ দিনের ছুটি? সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান, ঢুঁ মারুন পুরুলিয়ার ফুটিয়ারি ড্যাম-এ, ফিরতে চাইবেন না গ্যারান্টি!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Riya Das
Last Updated:
Offbeat Spot: তিন দিকে পাহাড় মাঝখানে সুবিশাল জলরাশি, মন মুগ্ধকর পরিবেশ পুরুলিয়ার ফুটিয়ারী ড্যাম! শাল, পলাশ, মহুয়ার দেশ পুরুলিয়া, এছড়াও রয়েছে পাহাড়, নদী , ঝর্না। চেনা পরিচিত পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি, পুরুলিয়ার অফবিট পর্যটনের মধ্যে অন্যতম ফুটিয়ারি ড্যাম। যা বরাবরই পর্যটকদের আকর্ষণ করে।
advertisement
1/7

পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : শীতকাল মানেই ঘুরতে যাওয়ার মরশুম। আর ভ্রমণ পিপাসু মানুষদের কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য সব সময়েরই পছন্দের সুন্দরী পুরুলিয়া। এই জেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র।
advertisement
2/7
শাল, পলাশ, মহুয়ার দেশ পুরুলিয়া, এছড়াও রয়েছে পাহাড়, নদী , ঝর্না। চেনা পরিচিত পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি, পুরুলিয়ার অফবিট পর্যটনের মধ্যে অন্যতম ফুটিয়ারি ড্যাম। যা বরাবরই পর্যটকদের আকর্ষণ করে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/7
শান্ত নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে ফুটিয়ারি নদী, যার তিনদিক পাহাড়ে ঘেরা, সঙ্গে সবুজ বনানী। অযোধ্যা পাহাড়ের মত ভিড়ভাট্টা নেই এখানে। একেবারে স্নিগ্ধ মনোরম পরিবেশ। তাই এখানে এলে মন ভাল হয়ে যায় পর্যটকদের।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/7
পুরুলিয়া স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই রয়েছে এই সুন্দর মনোরম পর্যটন কেন্দ্র। যে-কোনও ছোট গাড়ি বুক করে অনায়াসেই চলে আসা যায় এই পর্যটন কেন্দ্রে। এখানে হাতে গোনা কয়েকটি মাত্র হোটেল, রিসর্ট রয়েছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/7
শীতকালে এই নদীর বাঁধে দূর দুরান্ত থেকে উড়ে আসে নানান প্রজাতির পরিযায়ী পাখি। যারা ছবি তুলতে ভালবাসেন, তাঁদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। নদীর তিন দিকে রয়েছে তিনটি পাহাড় – তিলাবনি, পাঞ্জনিয়া, সিন্দুরপুর।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/7
এ বিষয়ে এখানে আসা এক পর্যটক মৌসুমী দাস বলেন, শহুরে কোলাহল থেকে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই জায়গা খুবই সুন্দর। পরিবারকে নিয়ে দু-দিনের জন্য তিনি এই ড্যামে এসেছেন। চারিদিকে মনোরম পরিবেশে মন ভাল হয়ে যাচ্ছে তাদের।
advertisement
7/7
চারিদিকে সুবিস্তৃত জলরাশি। চারপাশের মন মুগ্ধকর সবুজ ঘেরা প্রকৃতি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় একেবারেই মনমুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে এই ড্যামে। তাই যারা ভিরভাট্টা থেকে খানিকটা স্বস্তি পেতে অফ বিট পর্যটনের খোঁজে থাকেন তাদের জন্য আদর্শ এই ফুটিয়ারী ড্যাম।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Offbeat Spot: হাতে মাত্র ২ দিনের ছুটি? সঙ্গীকে নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান, ঢুঁ মারুন পুরুলিয়ার ফুটিয়ারি ড্যাম-এ, ফিরতে চাইবেন না গ্যারান্টি!