Summer Energy Drink: পেট থাকবে ঠান্ডা, শরীর নেতিয়ে পড়বে না! গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে রোজ প্রয়োজন এই পানীয় মাস্ট!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Healthy Tips: গ্রীষ্মকালের এই সময়টাতে ডাবের দাম বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু তাতেও মানুষের চাহিদা যথেষ্টই থাকে। এনার্জি ড্রিংক হিসাবে এই পানীয় যথেষ্ট কার্যকর
advertisement
1/5

বহু গুণাগুন সম্পন্ন একটি পানীয় হল ডাব। শরীর সুস্থ রাখতে এই পানীয়র জুড়ি মেলা ভার। বহু রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে এই পানীয়।
advertisement
2/5
সারাবছরই এই পানীয় খাওয়া শরীরের জন্য উপকারি। তবে গ্ৰীষ্মের দিনে প্রায় প্রতিদিনই এই পানীয় খাওয়া উচিত। তীব্র দাবদাহের সঙ্গে মোকাবিলা করতে এই পানীয় বিশেষ ভাবে কার্যকর।
advertisement
3/5
গ্রীষ্মকালে চিকিৎসকেরা তাই বেশি করে ডাব খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এ বিষয়ে পুরুলিয়ার এক চিকিৎসক বলেন, নিয়মিত ডাবের জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনেক রোগ নির্মূল হয়। শরীরের কর্ম ক্ষমতা বৃদ্ধি পায়। ওজন কমাতেও এই পানীয় অনেকখানি উপকারি।
advertisement
4/5
শরীর সুস্থ রাখার ক্ষেত্রে ডাবের জল যেমন উপকারি তেমনই ত্বক হেলদি রাখতেও এই জলের যথেষ্ট গুনাগুন রয়েছে। যে কোনও দাগ , ছোপ দূর করতে এই জল খুবই ভালো কাজ করে।
advertisement
5/5
গ্রীষ্মকালের এই সময়টাতে ডাবের দাম বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু তাতেও মানুষের চাহিদা যথেষ্টই থাকে। এনার্জি ড্রিংক হিসাবে এই পানীয় যথেষ্ট কার্যকর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Energy Drink: পেট থাকবে ঠান্ডা, শরীর নেতিয়ে পড়বে না! গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে রোজ প্রয়োজন এই পানীয় মাস্ট!