TRENDING:

Durga Puja Travel: বাঁকুড়ার 'মিনি অজন্তা ইলোরা'! গুহার ভেতরে মা দুর্গা, অ্যাডভেঞ্চার প্রেমীরা অবশ্যই যান

Last Updated:
অ্যাডভেঞ্চার প্রেমীরা পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন বাঁকুড়ার মশক পাহাড়ে। এই ১১২ ফুট উঁচু পাহাড়ের গুহার ভিতরেই বিরাজ করছেন মা দুর্গা ও মা কালী।
advertisement
1/6
বাঁকুড়ার 'মিনি অজন্তা ইলোরা'! গুহার ভেতরে মা দুর্গা, অ্যাডভেঞ্চার প্রেমীরা অবশ্যই যান
বাঁকুড়ায় একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়ে রয়েছে একটি প্রাচীন গুহা। সেই গুহার ভিতরে বিরাজ করছেন মা দুর্গা। এডভেঞ্চার প্রিয় মানুষ হলে আজই বেরিয়ে পড়ুন, রইল ঠিকানা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
এই দুর্গাপুজোয় অবশ্যই একবার দেখে আসুন গুহার ভিতরে মা দুর্গাকে। বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা। সেই এলাকাতে রয়েছে একটি অজানা পাহাড়। তার চূড়ায় রয়েছে আদিম গুহা।
advertisement
3/6
ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় জানান, ১১২ ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরোনো শিব মন্দির, কালী মন্দির, ও অনেক পুরোনো পাহাড়ি গুহা। কথিত আছে এই পাহাড়ের ঘুহায় বিরূপাক্ষ নামের এক মুনি বাস করতেন , যিনি মুলত এখানে তপস্যা করতেন।
advertisement
4/6
বাঁকুড়া থেকে মশক পাহাড় ৪৮.৪ কিমি। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে - ইন্দপুর বাংলা হয়ে - খাতড়া - মশক পাহাড়। মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শালগাছে ঘেরা মশক পাহাড়। তারপর কিছুটা ওপরের দিকে উঠলে বুঝতে পারবেন, রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি।
advertisement
5/6
সেই সিঁড়ি ধরে উপরে উঠলেই চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা। সাবধান! অন্ধকার এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন। ভিতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা, রয়েছে মা কালী। এছাড়াও গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে। দেখতে পাবেন পুরো শহর খাতড়া।
advertisement
6/6
যদি দেখতে চান এই গুহা বা গুহার ভিতরে বিরাজমান মা দুর্গাকে তাহলে অবশ্যই দিনের আলোয় আসুন এবং সাবধানতা অবলম্বন করুন। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Travel: বাঁকুড়ার 'মিনি অজন্তা ইলোরা'! গুহার ভেতরে মা দুর্গা, অ্যাডভেঞ্চার প্রেমীরা অবশ্যই যান
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল