Diabetes Control Tips: আগাছা নয়, যেন ‘সঞ্জীবনী’! ডায়াবেটিস থেকে সর্দি কাশি, মারণ রোগের সমাধানেও সক্ষম এই গাছ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ছোট্ট গুল্ম জাতীয় এই গাছের পাতা, কাণ্ড, শিকড় সবই অত্যন্ত উপকারী।
advertisement
1/8

বাড়ির আশপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন গাছপালার গুণ জানলে অবাক হবেন। দেখে হয়তো মনে হবে ঘাস কিংবা আগাছা। বাড়ির আশপাশে হয়ে থাকলে উপড়ে ফেলেও দেন অনেকে। তেমনই একটি গাছের গুণ জানলে অবাক হবেন।
advertisement
2/8
অসাধারণ গুণের জন্য আয়ুর্বেদে একে সঞ্জীবনী বুটির সঙ্গে তুলনা করা হয়। ছোট্ট গুল্ম জাতীয় এই গাছের পাতা, কাণ্ড, শিকড় সবই অত্যন্ত উপকারী।
advertisement
3/8
সরকারি আয়ুর্বেদিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্কা সিং জানালেন এই ছোট্ট গাছের বড় গুণ সম্বন্ধে। তাঁর মতে, মৃগীরোগ, সর্দি, জ্বর, কাশি, বাত, বুকের চাপ, ডায়াবেটিস, দাঁতের রোগ, মাড়ির সংক্রমণ, মাড়ির ব্যথা, চর্মরোগের নিরাময়। ফোলা, ফোসকা, ঘাম বা ত্বকের জ্বালা, কোষ্ঠকাঠিন্য, পেটব্যথা, গ্যাস, বমি এমনকি ক্যানসারের মতো মারণ রোগের চিকিত্সাতেও ব্যবহার করা হয়।
advertisement
4/8
এই গাছকে বাংলায় বলা উচুন্টি গাছ। একে বিশমুষ্ঠি গাছও বলা হয়। রাস্তাঘাটে, বাড়ির আশপাশে আগাছার মতো অনেক সময় দেখা যায় এটি।
advertisement
5/8
মৃগী রোগ হলে এই পাতার রস নাকে দিলে তাৎক্ষণিক উপশম হয়। তবে আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলেই এর উপকারিতা আরও বেশি ভাল হবে। কারণ বয়স ও রোগ অনুযায়ী ওষুধের পরিমাণ নির্ধারণ করতে কেবলমাত্র চিকিত্সকরাই পারেন।
advertisement
6/8
পাতার ক্বাথ ব্যবহার করলে সর্দি, কাশি, এবং ডায়রিয়ার মতো রোগেরও নিরাময় হয়। ক্যানসারের মতো মারণ রোগেও এটি উপকারী বলে প্রমাণিত হয়েছে।
advertisement
7/8
যাঁরা মুখে দুর্গন্ধ, দাঁতের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য উচুন্টি বেশ উপকারী। এই পাতা জলে সিদ্ধ করে সেই জলে গার্গল করলে এই সমস্যায় উপকার পাওয়া যায়।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diabetes Control Tips: আগাছা নয়, যেন ‘সঞ্জীবনী’! ডায়াবেটিস থেকে সর্দি কাশি, মারণ রোগের সমাধানেও সক্ষম এই গাছ