Things You Need to Know Before Getting Married: সংসার সুখী হয় উভয়ের গুণে, জেনে নিন সুখী দাম্পত্য়ের চাবিকাঠি...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Things You Need to Know Before Getting Married: একে অপরের সঙ্গে ঝগড়া মেটানোও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুজনেই দুজনের মতামতকে গুরুত্ব দিন। একে অপরকে সম্মান করুন। একে অপরের কথা শুনুন। দেখবেন, অর্ধেক ঝগড়া সেখানেই মিটে যাবে।
advertisement
1/6

বিয়ে ব্য়াপারটায় যতটা আনন্দ, বিবাহিত জীবনের দায়িত্ব পালন কিন্তু ততটাই কঠিন। তাই অনেক সময়েই আমাদের মধ্য়ে এই প্রশ্নগুলো ঘুরতে থাকে যে বিবাহিত জীবনে সবকিছুকে ব্য়ালান্স করব কীভাবে। তারই কিছু সোজা টিপস্ রইল। যা আপনার এবং আপনার পার্টনার- উভয়ের জন্য়।
advertisement
2/6
জীবনকে দেখার দৃষ্টিভঙ্গী যেন আপনাদের উভয়েরই সমান হয়। মনে রাখবেন, মতের অমিলের জন্য়ই কিন্তু বেশিরভাগ বিবাহিত সম্পর্ক ভেঙে যায়। তাই একে অপরের ভাবনাকে গুরুত্ব দিন।
advertisement
3/6
একে অপরের সঙ্গে ঝগড়া মেটানোও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুজনেই দুজনের মতামতকে গুরুত্ব দিন। একে অপরকে সম্মান করুন। একে অপরের কথা শুনুন। দেখবেন, অর্ধেক ঝগড়া সেখানেই মিটে যাবে।
advertisement
4/6
একে অপরের পরিবারকে আপন করে নিন। পরিবারের সঙ্গে সময় কাটান, বেড়াতে যান। মনে রাখবেন, বিয়ে শুধু দুটি মানুষ নয়, দুটি পরিবারেরও মিলন।
advertisement
5/6
দুজন মিলেই শিশুর খেয়াল রাখুন। কারও একার মতামত চাপিয়ে দেবেন না।
advertisement
6/6
বিয়ের পর আপনার প্রিয় মানুষের সঙ্গে শারীরিক ও মানসিক- উভয় সম্পর্কই ভাল হওয়া জরুরি। তাহলে আপনারা দুজনেই হয়ে উঠবেন লম্বা দৌড়ের ঘোড়া...
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Things You Need to Know Before Getting Married: সংসার সুখী হয় উভয়ের গুণে, জেনে নিন সুখী দাম্পত্য়ের চাবিকাঠি...