সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলাই হল প্রতিটি মা-বাবার লক্ষ্য; জীবনের এই সব পাঠই হয়ে উঠবে সাফল্যের মূলমন্ত্র
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Things Every Father Should Teach His Son: একটি ওয়েবসাইটের একটি রিপোর্ট বলছে, একজন বাবা খুব সহজেই সন্তানকে জীবনের পাঠ দিতে পারেন। আর এর মধ্যে অন্যতম হল - সন্তানের পারিবারিক ভিত্তি মজবুত করা।
advertisement
1/5

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলাটাই মা-বাবার প্রধান স্বপ্ন হয়ে ওঠে। আসলে সন্তান যাতে একজন ভাল মানুষ হয়ে জীবনে সম্মান-শ্রদ্ধা লাভ করে, সেটা সমস্ত অভিভাবকই চান। এর জন্য সন্তানের মধ্যে শৈশব থেকে মূল্যবোধ তৈরি করতে হবে। আর এটাই তার সারা জীবনের পাথেয় হয়ে উঠবে। Image: Canva
advertisement
2/5
তাই মায়ের পাশাপাশি বাবাকেও সন্তান লালন-পালনের সমান দায়িত্ব নিতে হয়। আর সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একজন বাবা হিসেবে কী কী শেখানো উচিত? Image: Canva
advertisement
3/5
একটি ওয়েবসাইটের একটি রিপোর্ট বলছে, একজন বাবা খুব সহজেই সন্তানকে জীবনের পাঠ দিতে পারেন। আর এর মধ্যে অন্যতম হল - সন্তানের পারিবারিক ভিত্তি মজবুত করা। এর পাশাপাশি এটাও বোঝানো উচিত যে, লিডারদের কখনওই মিথ্যা কথা বলা, অন্যায় করা এবং চুরি অথবা প্রতারণা করা উচিত নয়। আর এটাই সন্তানের জীবনের মূলমন্ত্র হয়ে উঠবে। Image: Canva
advertisement
4/5
এর পাশাপাশি সন্তানকে এটাও নিজের লক্ষ্য স্থির রাখার কথাও শেখানো উচিত। সেই সঙ্গে সন্তানকে বড় বড় স্বপ্ন দেখার কথাও বোঝাতে হবে। আর সেই স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করার জন্য সন্তানকে উৎসাহ দেওয়া আবশ্যক। এছাড়া হেরে গেলেও আবার উঠে দাঁড়িয়ে লড়াই করার বিষয়েও সন্তানকে শিক্ষা দিতে হবে। ধরা যাক, সন্তান কোনও বিখ্যাত ব্যক্তির ভক্ত। আর সেই বিখ্যাত ব্যক্তির মতোই জীবনে সফল হওয়ার পাঠ দিতে হবে তাঁকে। সেই সঙ্গে সফল ব্যক্তিদের জীবন সংগ্রামের গল্পও শোনানো উচিত ছেলেমেয়েদের। Image: Canva
advertisement
5/5
এভাবে তাদের বোঝাতে হবে যে, শিক্ষা এবং কঠোর পরিশ্রমের জোরেই এই সব অর্জন করা যায়। সব শেষে, সন্তানকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য শৈশব থেকেই তাদের ছোট ছোট দায়িত্ব দিতে হবে। যাতে তারা বিষয়টা শিখতে পারে। এর পাশাপাশি, ভুল করলে কোনও অজুহাত না দেখিয়ে ক্ষমা চাওয়ার পাঠ দেওয়াও আবশ্যক। এই ছোট ছোট শিক্ষাই সন্তানের জীবনের সাফল্যের পথ প্রশস্ত করবে। সংক্ষিপ্ত পথ অনুসরণ না করে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই সে একজন সৎ এবং ভাল মানুষ হয়ে উঠবে। Image: Canva
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলাই হল প্রতিটি মা-বাবার লক্ষ্য; জীবনের এই সব পাঠই হয়ে উঠবে সাফল্যের মূলমন্ত্র