TRENDING:

In Pics: চিবিয়ে ফেলে দেওয়া চিউইংগাম দিয়ে তৈরি হল স্নিকার, কোথায় পাবেন?

Last Updated:
advertisement
1/6
In Pics: চিবিয়ে ফেলে দেওয়া চিউইংগাম দিয়ে তৈরি হল স্নিকার, কোথায় পাবেন?
• চিউইংগাম খেলেন, আর ছুঁড়ে ফেললেন ফুটপাতের উপর অথবা হাত দিয়ে টেনে বের করে নাছোড়বান্দা বস্তুটিকে কোনওমতে সাঁটিয়ে দিলেন কোনও ল্যাম্প পোস্টে অথবা গাছের গুঁড়িতে ৷ এমন কাজে নিশ্চয়ই সেই ছোটবেলা থেকেই অভ্যস্ত আপনি ৷ এ বার আপনার ফেলে দেওয়া সেই চিউইংগাম কিন্তু জুতো হয়ে ফিরে আসতে পারে আপনারই পায়ে ৷
advertisement
2/6
• শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ ব্যবহার করা চিউইংগাম দিয়ে তৈরি করা হল বিশ্বের প্রথম ‘গাম শু’ ৷ আমস্টারডামের ‘গামড্রপ’ নামের একটি সংস্থা ‘গাম টেক’ব্যবহার করে এ বার এমনই অভিনব জুতো আবিষ্কার করেছে ৷
advertisement
3/6
• ‘গামড্রপ’-এর ম্যানেজিং ডিরেক্টর আনা বুলুস জানালেন, চিউইংগামের আবর্জনা থেকে শহরকে পরিছন্ন রাখাই ছিল প্রাথমিক উদ্দেশ্য ৷ এখনও প্রতি বছর আমস্টারডামের ফুটপাত থেকে ৩.৩ মিলিয়ন পাউন্ড গাম সংগ্রহ করে আনেন আনা ৷ সেই কুড়িয়ে পাওয়া চিউইংগাম দিয়েই তৈরি হয় ‘গাম শু’৷ চার জোড়া জুতো তৈরিতে ১ কেজি মতো গাম লাগে ৷
advertisement
4/6
• গাম টেক কম্পাউড গুলো দিয়ে গ্র্যানিউলস তৈরি করা হয় ৷ তারপর জুতোর ছাঁচে ঢালা হয় ৷ এই জুতোর নীচের সোল আমস্টারডামের মানচিত্রের আকারে তৈরি ৷
advertisement
5/6
• প্রাথমিকভাবে গাম আবর্জনা সম্বন্ধে মানুষকে সচেতন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন আনা ৷ সংস্থার মুখপাত্র ভ্যান লুন জানাচ্ছেন, যে কোনও সিন্থেটিক রবারের থেকেও শক্তপোক্ত এই গাম ৷ পাশাপাশি এই গাম শু থেকে সুন্দর গন্ধও বের হয় ৷
advertisement
6/6
• এটিই বিশ্বের প্রথম চিউইংগাম দিয়ে তৈরি জুতো ৷ আগামী জুন থেকে বাজারে পাওয়া যাবে এটি ৷ দাম হতে পারে ২৩২ ডলারের কাছাকাছি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
In Pics: চিবিয়ে ফেলে দেওয়া চিউইংগাম দিয়ে তৈরি হল স্নিকার, কোথায় পাবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল