Happy Kiss Day 2021: কেউ ধরা পড়েছিলেন বাবার কাছে, কেউ বা ছিলেন আড়ষ্ট, নায়িকাদের প্রথম চুমুর অভিজ্ঞতা...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

*সাধারণ মানুষের জীবনের সঙ্গে তারকাদের জীবনযাপনের কিছুটা তফাৎ তো থাকবেই। কিন্তু মন দেওয়া-নেওয়া বা মনভাঙার ব্যাপারে সবাই একই রকম অনুভূতি বহন করেন। রূপোলি পর্দার জগতে যতই ঝলকানি থাক না কেন, আদতে তো সেটা ছায়ার জগত। অনেক তারকা এবং তাঁদের পুত্রকন্যা ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু অনেকটা পথ পার হয়ে এসেও প্রথম প্রেম আর প্রথম চুম্বনের স্মৃতি ভোলা যায় না। আজ কিস ডে’তে সেরকমই কিছু স্মৃতি রোমন্থন করলেন বলিউডের কয়েকজন নায়িকা।
advertisement
2/6
*ইউটিউব তারকা হানি চ্যবন (Hanee Chavan)-এর একটি অনুষ্ঠানে নিজের প্রথম চুম্বনের কথা স্বীকার করে নেন জ্যাকেলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। স্কুলজীবনে অনর্গল কথা বলতেন তিনি, তাই তাঁর নাম ছিল রেডিও বাহরিন। কারণ তিনি বাহরিনে থাকতেন। চোদ্দ বছর বয়সে নিজের বয়ফ্রেন্ডকে প্রথম চুম্বন করেন তিনি।
advertisement
3/6
*স্পষ্ট কথা বলতে তিনি এতটুকু ভয় পান না। সেটা কী তাঁর পেশাদার জীবন হোক বা ব্যক্তিগত জীবন, রাখঢাক করা কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মোটেই পছন্দ নয়। প্রথম চুম্বন মোটেই সুখকর ছিল না কঙ্গনার জন্য। তিনি নিজের হাতের তালুতে চুম্বন করে অভ্যেস করেছিলেন। কিন্তু সতেরো-আঠেরো বছর বয়সে যখন সত্যিই সেই মুহূর্ত এল, যখন তিনি আর তাঁর বয়ফ্রেন্ড চুম্বন করলেন, কঙ্গনার ঠোঁট জমে বরফ হয়ে গেল! এতে না কি তাঁর বয়ফ্রেন্ড বলেছিলেন যে মুখটা একটু নাড়াতে! ঘটনাটি ঘটে চণ্ডীগড়ে, জানালেন নায়িকা!
advertisement
4/6
*সতেরো বছরেই প্রথম কিস করেন আলিয়া ভাট (Alia Bhatt)। স্টুডেন্ট অফ দ্য ইয়ার (Student of the Year) দিয়ে ডেবিউ করা নায়িকা ওই সময়েই প্রথম কারও ঠোঁটে ঠোঁট রাখেন
advertisement
5/6
*সানি লিওনকে (Sunny Leone) নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। আট বছর ধরে ইন্টারনেটে সব চেয়ে বেশি সার্চ করা তারকা ছিলেন তিনি। সানি লিওন জানান যে প্রথম প্রেমিকের সঙ্গে রোমিও অ্যান্ড জুলিয়েট (Romeo and Juliet) দেখার সময়ে বয়ফ্রেন্ড তাঁকে চুম্বন করেন আর তিনি বাবার কাছে ধরাও পড়ে যান!
advertisement
6/6
*অনন্যা পাণ্ডে (Ananya Panday) প্রথম চুম্বন করেছিলেন টাইগার শ্রফকে (Tiger Shroff)! চমকে ওঠার কিছু নেই। বাস্তব জীবনে ছবিতে আসার আগে কাউকেই চুম্বন করেননি অনন্যা। ছবির দৃশ্যে টাইগারকে নকল চুম্বন করলেও সেটা তাঁর মনে আছে!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Happy Kiss Day 2021: কেউ ধরা পড়েছিলেন বাবার কাছে, কেউ বা ছিলেন আড়ষ্ট, নায়িকাদের প্রথম চুমুর অভিজ্ঞতা...