Domestic Flights: ডোমেস্টিক ফ্লাইটে যাত্রা করছেন? কী কী খাবার নিষিদ্ধ আর কোন কোন খাবার রাখতে পারবেন দেখুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
These food items are allowed and prohibited to carry in Domestic Flights: অনেকেই জানেন না, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে বেশ কিছু খাবার নিষিদ্ধ। সে সব নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না।
advertisement
1/14

ঘরোয়া বিমান। কয়েক ঘণ্টার যাত্রা। অনেকেই খাবারদাবার নিয়ে ওঠেন। বিস্কুট, চিপস, বাদাম। মুখ চলতে থাকে। কিন্তু অনেকেই জানেন না, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে বেশ কিছু খাবার নিষিদ্ধ। সে সব নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। Representative Image
advertisement
2/14
গ্রেভি, স্যুপের মতো আধা তরল, দই, সসের মতো অত্যধিক তরল খাবার নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। পাশাপাশি কাঁচা মাংস, সামুদ্রিক মাছ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো পচনশীল খাবারও নিষিদ্ধ। কারণ যাত্রার সময় এসব থেকে দূষণ ছড়াতে পারে। দেখে নেওয়া যাক, কী কী খাবার নিয়ে বিমানে ওঠা যায় এবং কোন কোন খাবার নিষিদ্ধ। Representative Image
advertisement
3/14
ব্রেড: ক্যারি-অন লাগেজে ব্যাগুয়েট বা লোফ নিয়ে কেউ উঠতেই পারেন। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। যাতে ব্রেড ক্রাম্বস না ছড়ায়। Representative Image
advertisement
4/14
মিষ্টি এবং ক্যান্ডি: বিমানযাত্রার সময় অনেকেই চকোলেট এবং ক্যান্ডি নেন। এটা নিষিদ্ধ নয়। কিন্তু কেক এবং প্যাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র শুকনো কেকই নেওয়া যায়। মিষ্টির ক্ষেত্রেও একই নিয়ম।
advertisement
5/14
টিনজাত এবং রান্না করা খাবার: টিনজাত খাবার হ্যান্ড লাগেজে রাখা নিষিদ্ধ। তবে ১০০ মিলির কম হলে নেওয়া যায়। রান্না করা খাবার পুরোপুরি নিষিদ্ধ। Representative Image
advertisement
6/14
ঘি এবং তেল: এটা এয়ারলাইনের উপর নির্ভর করে। ইন্ডিগো চেক ইন ব্যাগেজে ঘি রাখতে দেয়। কিন্তু এয়ার ইন্ডিয়ায় নিষিদ্ধ। আবার তেলজাত খাবার ইন্ডিগো ফ্লাইটে নেওয়া যায় না। এয়ার ইন্ডিয়া সীমিত পরিমাণে অনুমতি দেয়। Representative Image
advertisement
7/14
ফল এবং সবজি: হ্যান্ড লাগেজে ফল এবং কাঁচা সবজি নেওয়া যায়। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। Representative Image
advertisement
8/14
বেবি ফুড: সদ্যোজাত শিশু সঙ্গে থাকলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বেবিফুড নেওয়া যায়।Representative Image
advertisement
9/14
চা এবং কফি: চা এবং কফিপ্রেমীরা নিশ্চিন্তে থাকতে পারেন। কেবিন ব্যাগে টি ব্যাগ কিংবা গুঁড়ো চা নেওয়ার অনুমতি রয়েছে। Representative Image
advertisement
10/14
চিজ: চিজ তরল নয়। তাই হ্যান্ড ব্যাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image
advertisement
11/14
মাছ এবং সামুদ্রিক খাবার: বেশিরভাগ এয়ারলাইনস ফ্লাইটে মাছ, সামুদ্রিক খাবার, কাঁচা মাংস এমনকী, ফ্রোজেন খাবারও নিষিদ্ধ। লাগেজেও নেওয়া যায় না।
advertisement
12/14
নারকেল: একাধিক কারণে নারকেল নিষিদ্ধ। নারকেলের ভিতরের নরম শাঁসে অত্যধিক তেল থাকে, যা উচ্চ তাপমাত্রায় দাহ্য। তাই নিরাপত্তার কারণেই নারকেল নেওয়ার অনুমতি দেওয়া হয় না।
advertisement
13/14
আচার: হ্যান্ড ব্যাগে তো নয়ই এমনকী চেক ইন লাগেজেও আচার নেওয়া যায় না। Representative Image
advertisement
14/14
মশলা: সাধারণত হ্যান্ড লাগেজে মশলা রাখা যায় না। তবে চেক ইন লাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Domestic Flights: ডোমেস্টিক ফ্লাইটে যাত্রা করছেন? কী কী খাবার নিষিদ্ধ আর কোন কোন খাবার রাখতে পারবেন দেখুন