TRENDING:

In Pics: পুজোর আর ৩ মাস, মাত্র ৫০ হাজার টাকায় প্ল্যান করুন এই দেশগুলোয়

Last Updated:
advertisement
1/8
In Pics: পুজোর আর ৩ মাস, মাত্র ৫০ হাজার টাকায় প্ল্যান করুন এই দেশগুলোয়
• চরৈবেতিইই... ৷ ছোট্ট একটা ব্যাগপ্যাক, পায়ে স্নিকার্স, হাতে ঝোলানো ক্যামেরা... ৷ আর কী চাই ? কোনও দেশের চঞ্চলা ঝর্ণা তো কোথাও মিষ্টি এক নদী, তার পাশে বিশাল প্রাসাদে অপেক্ষা করে রয়েছে শত বছরের ইতিহাস, কখনও ঘন জঙ্গলের রহস্য, যেখানে সূর্যের আলো ঢুকতে গেলেও থমকে যায়... ইচ্ছে করে বেড়িয়ে পড়তে সেই সমস্ত নিরুদ্দেশকেই উদ্দেশ্য করে ৷ কিন্তু ঘোরার খরচা করতে গিয়েই যত ঝক্কি ৷ পকেটের হিসেব নিয়ে মাথা ঘামাতে গিয়ে ইচ্ছেটাই চাপা পড়ে যায় ৷ তবে এবার একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিন ৷ কারণ মাত্র ৫০ হাজারেই ঘুরতে যেতে পারেবেন এই সমস্ত দেশগুলিতে ৷
advertisement
2/8
• রাশিয়া: বিশ্বকাপের বিশ্বযুদ্ধের দামামা বেজে গিয়েছে রাশিয়ার ময়দানে ৷ সেই টানে অনেকেই ছুটেছেন রাশিয়ার উদ্দেশ্যে ৷ কিন্তু বিশ্বকাপের টান না থাকলেও নিজের সৌন্দর্য্যেই অনন্য সুন্দর রাশিয়া ৷ ঐতিহ্য রাশিয়ার বড় মূলধন ৷ পাশাপাশি রাশিয়ান খাবারও আপনার মন টানবে ৷ ৫০ হাজার টাকায় দিব্যি ঘুরে আসা যায় এই দেশ থেকে ৷ ভারতীয় মুদ্রায় মাথাপিছু সাড়ে ৬ হাজার টাকার মতো লাগবে এখানে থাকতে ৷
advertisement
3/8
• ভিয়েতনাম: আনন্দ, খুশি আর স্বাধীনতায় মশগুল ভিয়েতনামের মানুষরা ৷ এখানে গেলে মন ভাল হয়ে যাবে আপনারও ৷ হনোই, হা লং বে, সাপা, হো চি মিন-এ বেড়াতে গেলে ব্যাগভর্তি মন খুশ বাতাস নিয়ে আসতে পারেন আপনি ৷ ১৬,৮০০ মতো পড়বে ফ্লাইটের ভাড়া ৷ ভারতীয় মুদ্রায় মাথাপিছু ৮,৫০০ টাকা খরচ করলে এক সপ্তাহের থাকার চিন্তা একেবারে ভুলে যান ৷
advertisement
4/8
• তুর্কি: ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্য্যে মোড়া তুর্কি ৷ সারা বিশ্বের পর্যটকদের পছন্দের হলিডে ডেস্টিনেশনের তালিকার ছয় নম্বরে রয়েছে এই দেশ ৷ মাথা পিছু ৬,৫০০ টাকায় থাকতে পারবেন এখানে ৷
advertisement
5/8
• থাইল্যান্ড: পাঙাড়, সবুজ, নীল-সবুজে মাখা সমুদ্র আর তার সঙ্গে এলিফ্যান্ট ট্যুইরিজম, মেডিক্যাল ট্যুরিজম এখানকার অন্যতম জনপ্রিয় আকর্ষণ ৷ পাশাপাশি শপিংয়ের স্বর্গরাজ্য বলা হয় থাইল্যান্ডকে ৷ এক সপ্তাহ কাটাতে মাথাপিছু ৮০০০ টাকা খরচ হবে ৷
advertisement
6/8
• তাইওয়ান: মূল চিন থেকে ১৮০ কিমি দূরের তাইওয়ান এখন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ৷ এক সপ্তাহ কাটাতে এখানে খরচ সাড়ে চার হাজার টাকার মতো ৷
advertisement
7/8
• ওমান: সংস্কৃতির শহর বলা হয় ওমানকে ৷ এর কাছেই রয়েছে রাজধানী শহর মাসকাট ৷ পৃথিবীর দ্বিতীয় সেরা শহর বলা হয় একে ৷ মাত্র ২৩০০ টাকায় থাকার হোটেল পাবেন ওমানে ৷ ৬২০০ টাকা থেকে শুরু বিমানের ভাড়া ৷
advertisement
8/8
• শ্রীলঙ্কা: অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা ৷ ১২,৪০০ টাকা থেকে বিমান ভাড়া শুরু ৷ পাশাপাশি ৭০০০ টাকায় এক সপ্তাহ কাটাতে পারবেন আপনি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
In Pics: পুজোর আর ৩ মাস, মাত্র ৫০ হাজার টাকায় প্ল্যান করুন এই দেশগুলোয়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল