Weight Loss: হাতে রাখুন মাত্র ১৫ মিনিট, ৩০ দিনেই ওজন কমবে ৫ কেজি! মেদ ঝরবে হুড়মুড়িয়ে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
ওয়ার্কআউট, সন্ধ্যায় জগিং, যোগা করেও ওজন কমছে না ।তবে এবার আর চিন্তার কোনও কারণ নেই। নিয়ম করে প্রতিদিন মাত্র ১০ মিনিট হাতে রাখলেই একমাসে ওজন কমবে ৫ কেজি। ট্রাই করে দেখুন, ওজন থাকবে আপনার বশে।
advertisement
1/5

স্কোয়াট- প্রথমে সোজা হয়ে দাঁড়ান। তারপর পা দুটি খানিক দূরত্বে রাখুন। হাত দুটি সামনের দিকে বাড়িয়ে দিন। এবার পেছন দিকটি সোজা রেখে পুরোটা বসবেন না। হাঁটুতে চাপ নিয়ে ওঠবোস করুন। হাঁটুতে ব্যাথা হলে একটু রেস্ট নিয়ে আবার করুন।
advertisement
2/5
পুশ আপস- নিয়ম করে প্রতিদিন মাত্র ১০ মিনিট হাতে রাখলেই একমাসে ওজন কমবে ৫ কেজি। ট্রাই করে দেখুন, ওজন থাকবে আপনার বশে।মাটিতে উবুর হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের তালুর সাহায্যে ভর করে শরীরকে মাটি থেকে উপরের দিকে তুলুন। খেয়াল রাখবেন কনুই যেন না ভাঙে। কমপক্ষে ১০ বার এটি করুন।
advertisement
3/5
স্পট রানিং- সোজা হয়ে দাঁড়িয়ে জগিং শুরু করুন। টো এর উপর লাফিয়ে হিল দিয়ে মাটিতে দাঁড়ান। এই ওয়ার্ম আপ করলেই ফল মিলবে হাতেনাতে।
advertisement
4/5
জাম্পিং জ্যাকস- প্রথম পা ফাঁক করে দাঁড়িয়ে দুই হাত উপরের দিকে তুলুন। এরপর লাফিয়ে পা জোড়া করুন। ফের পা ফাঁক করুন। এইভাবেই ১০-১৫ বার করুন।
advertisement
5/5
লাঞ্জেস- প্রথমে কোমরের উপর হাত রেখে সোজা হয়ে দাঁড়ান। তারপর ডান পা ভেঙে বসুন তারপর আবার বা পা ভেঙে বসুন। এইভাবে ২ পায়ের জন্য ১০ বার করুন। এই ৫টি ব্যায়াম দিনে দুবার করলেই একমাসে ৫ কেজি ওজন ঝরাতে পারবেন নিশ্চিন্তে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weight Loss: হাতে রাখুন মাত্র ১৫ মিনিট, ৩০ দিনেই ওজন কমবে ৫ কেজি! মেদ ঝরবে হুড়মুড়িয়ে