AC water usage: এসির জল ফেলে দিচ্ছেন? অনেক কাজে লাগাতে পারবেন এই জল, জানলে চমকে উঠবেন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
AC water usage: বর্ষাকালে বাতাসে জলীয় বাস্প বেশি থাকে বলে পাইপ দিয়ে বেশি জল নির্গত হয়। কিন্তু জানেন কি এই এসির জলও কাজে লাগানো যায়?
advertisement
1/6

প্রতি মরশুমেই বাড়ছে গরম। শুধু গ্রীষ্মকাল নয়, শরৎ এমনকী হেমন্তকালেও দেখা যাচ্ছে গরমের দাপটয়। অনেকের বাড়িতেই বছরের দীর্ঘ সময় ধরে এসি চলে।
advertisement
2/6
এসি ঘরে থাকা জলীয় বাস্প শোষণ করে নেয়, যার ফলে ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর হয়। শোষণ করা জলীয় বাস্প এসি মেশিনের মধ্যে জলে রূপান্তরিত হয়, পরে পাইপ দিয়ে সেই জল নেমে আসে।
advertisement
3/6
বর্ষাকালে বাতাসে জলীয় বাস্প বেশি থাকে বলে পাইপ দিয়ে বেশি জল নির্গত হয়। কিন্তু জানেন কি এই এসির জলও কাজে লাগানো যায়।
advertisement
4/6
এসির জল গাছে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এই জল সম্পূর্ণ ভাবে দূষণমুক্ত, তাই এই জল ব্যবহার করলে গাছের কোনও ক্ষতি হবে না।
advertisement
5/6
এই প্রসঙ্গে মনে রাখা উচিত এসির জল দূষণমুক্ত হলেও খাওয়া যাবে না, কারণ এই জল পানীয় জলের মতো পরিস্রুত নয়।
advertisement
6/6
তবে এই জল পরিস্কার হওয়ার কারণে এই জল জমিয়ে ঘরের বাসন ধোয়া বা ঘর মোছার কাজে লাগানো যায়। তবে এই জল পরিস্কার হওয়ার কারণে এই জল জমিয়ে ঘরের বাসন ধোয়া বা ঘর মোছার কাজে লাগানো যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
AC water usage: এসির জল ফেলে দিচ্ছেন? অনেক কাজে লাগাতে পারবেন এই জল, জানলে চমকে উঠবেন