Vegetable Seed Healthy: পুষ্টির খনি এই সবজি! ফুল-ফলের সঙ্গে বীজও উপকারী! হার্টের সব রোগ তাড়াবে, কোলেস্টেরল থাকবে কন্ট্রোলে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
হাড়ের শক্তি থেকে হৃদপিন্ডের সুস্থতা এমনকি শরীরে ওজন কমাতে সাহায্য করে এই সবজি, জানেন কি?
advertisement
1/7

হার্ট বা কোলেস্টেরলের চিন্তা দূর করবে৷ এই সবজি যেন উপকারী তেমনই উপকার এর বীজ৷
advertisement
2/7
দৈনন্দিন জীবনে খাবারের তালিকায় সবজি হিসেবে এই সবজি থাকে। তবে জানেন কি এই সবজির স্বাস্থ্যগুণ কতটা?
advertisement
3/7
ভিটামিন, খনিজ গুণের সমৃদ্ধ এই সবজি। দৈনন্দিন খাবারের তালিকায় এই সবজি রাখলে আপনার হার্ট থেকে শরীরের অন্যান্য অঙ্গ সুস্থ থাকবে।
advertisement
4/7
এই সবজির গাছ, ফল, ফুল এমনকি ফলের বীজ স্বাস্থ্য গুণে সমৃদ্ধ। এমনই মত বিশেষজ্ঞদের।
advertisement
5/7
বিশেষজ্ঞদের মতে, কুমড়ো হার্টের স্বাস্থ্যের জন্য একাধিক উপকার দেয়। এতে রয়েছে ফাইবার ও পটাশিয়াম।ফাইবার কোলেস্টেরল কমাতে পারে এবং পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে।
advertisement
6/7
পুষ্টিবিদ অভিজিৎ সেন মন্তব্য করেছেন, কুমড়োর বীজ ম্যাগনেসিয়ামের একটি সমৃদ্ধ উৎস। এটি হাড়ের বৃদ্ধি এবং শক্তির জন্য প্রয়োজনীয় একটি খনিজ। এছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
advertisement
7/7
কুমড়ো অত্যন্ত কম ক্যালরিযুক্ত সবজি। তাই শরীরের অত্যাধিক ওজন কমাতে সহায়তা করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vegetable Seed Healthy: পুষ্টির খনি এই সবজি! ফুল-ফলের সঙ্গে বীজও উপকারী! হার্টের সব রোগ তাড়াবে, কোলেস্টেরল থাকবে কন্ট্রোলে