TRENDING:

Murshidabad Tourism: কাশিমবাজার ছোট রাজবাড়িতে আজও রয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পালকি

Last Updated:
Murshidabad Tourism: পালকি হারিয়ে গেছে, কিন্তু তার প্রতীক আজও বেঁচে আছে। একদিনের ছুটিতে কাশিমবাজার ছোট রাজবাড়ি গেলেই দেখা মিলবে এই পালকির।
advertisement
1/6
কাশিমবাজার ছোট রাজবাড়িতে আজও রয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পালকি
একদিন বাংলার মাটিতে ঘণ্টাধ্বনি বাজত, আর তার ছন্দে জেগে উঠত গ্রাম। ধুলোভরা পথের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেত এক পালকি রেশমি পর্দায় ঢাকা, কাঠের কারুকাজে মোড়ানো, যেন এক চলমান কবিতা। সেই পালকি শুধু বাহন ছিল না, ছিল এক নিঃশব্দ শোভাযাত্রা, এক নারীর গোপন যাত্রা, এক সমাজের প্রতিচ্ছবি।
advertisement
2/6
কাশিমবাজার ছোট রাজবাড়িতে আজও রয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পালকি
মুর্শিদাবাদ জেলার কাশিমবাজার ছোট রাজবাড়ি। এই রাজবাড়ির অন্দরে আজও উজ্বল করে ঐতিহ্যবহন করে চলে পালকি। এখন পালকি ব্যবহার না হলেও পালকি এখনও রাখা আছে রাজবাড়ির অন্দরে।
advertisement
3/6
জানা গিয়েছে, এক সময় এই পালকি ছিল প্রধান কেন্দ্রবিন্দু। পালকির ভেতরে বসে থাকা মুখটি ছিল অদৃশ্য, কিন্তু তার উপস্থিতি ছিল অনুভবযোগ্য। চোখের ভাষা, পর্দার আড়ালে লুকিয়ে থাকা কৌতূহল, ভয়, কিংবা স্বপ্ন—সবই যেন ছায়ার মতো ভেসে বেড়াত। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জানত না, সেই রেশমি পর্দার আড়ালে কী গল্প লেখা হচ্ছে। কিন্তু তারা অনুভব করত, এই যাত্রা শুধু শরীরের নয়, আত্মারও।
advertisement
4/6
নবাবি আমলে পালকি ছিল মর্যাদার প্রতীক। রাজপথে যখন সোনালি পালকি এগিয়ে যেত, তখন বাতাসে মিশে যেত ধ্রুপদী সানাইয়ের সুর। কিন্তু সময় বদলায়। ব্রিটিশ ছায়া বাংলার আকাশে ছড়িয়ে পড়লে পালকির গতি থেমে যায়। রেলগাড়ি, মোটরগাড়ি, আর আধুনিকতার চাপে পালকি হয়ে পড়ে অতীতের এক নিঃশব্দ স্মৃতি।
advertisement
5/6
আজ পালকি নেই, আছে তার ছায়া। জাদুঘরের কাচঘরে রাখা সেই পুরনো কাঠের গায়ে এখনও লেগে আছে এক নারীর নিঃশ্বাস, এক বিয়ের দিনের উল্লাস, এক বিদায়ের কান্না। শিশুরা তাকিয়ে দেখে, বিস্ময়ে ভরে ওঠে তাদের চোখ।
advertisement
6/6
পালকি হারিয়ে গেছে, কিন্তু তার প্রতীক আজও বেঁচে আছে। একদিনের ছুটিতে কাশিমবাজার ছোট রাজবাড়ি গেলেই দেখা মিলবে এই পালকির।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Murshidabad Tourism: কাশিমবাজার ছোট রাজবাড়িতে আজও রয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যের পালকি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল