Durga Puja 2022: পেটের সঙ্গে ভরবে মন! ক্ষিদের সঙ্গে মিটবে তেষ্টাও, চলে আসুন দা আইরিশ ব্রুয়ারি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে পুজো স্পেশ্যাল মেনু৷
advertisement
1/8

পুজোয়ে শুধু বাঙালি খাবার কেন, চেখে দেখতে হবে অন্যান্য ধরনের খাবারও৷ কলকাতার হাল ফ্যাশানের যে সব ক্যাফে রয়েছে তার মধ্যে বেশ জনপ্রিয় দা আইরিশ ব্রুয়ারি৷ সেখানে গেলেই পাবেন হাজারো কন্টিনেন্টাল ডিশ৷
advertisement
2/8
কী কী থাকছে পুজো স্পেশ্যাল মেনুতে? রয়েছে টেন্ডার ফ্রায়েড চিকেন৷ ফ্রায়েড চিকেন ফলে ক্রিসপি যেমন হবে, তেমনই থাকবে নরম৷ কামড়েই সেই স্বাদ অনুভব করবেন আপনি৷ একই সঙ্গে নরম এবং কড়কড়ে একটা ব্যাপার থাকবে এই ডিশে৷
advertisement
3/8
এরপর এদের অত্যন্ত জনপ্রিয় ডিশ হল পেরি পেরি প্রন৷ চিংড়ি মাছের সঙ্গে পেরি পেরির ঝাল ভাব খুব সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে৷ যারা সিফুড ভালবাসেন, তাদের জন্য চিংড়ি থাকবে একেবারে অন্যরকম স্বাদে৷
advertisement
4/8
একই সঙ্গে থাকছে চিরাচরিত কন্টিনেন্টাল ডিশ স্ট্রগনফ এবং বারবিকিউ চিকেন সসেজ৷ খুবই ভাল খেতে এই দুটি পদ৷
advertisement
5/8
এবার আসা যাক মকটেলের বিষয়৷ শুধু খেলেই তো হবে না, চুমুক দিতে হবে ঠান্ডা পানীয়তে৷ পুজোর সময় ভ্যাপসা গরম থেকে বাঁচতে হাতে তুলে নিতে হবে আকর্ষণীয় মকটেল৷ মকটেলেও থাকছে অভিনবত্বের ছোঁয়া৷ যেমন প্যাশন অ্যান্ড কিউই বাজ৷ কিউইর উপকারীতার সঙ্গে মিটবে তেষ্টা৷
advertisement
6/8
একই ভাবে থাকছে সাইট্রাস কোল্ড ব্রিউ৷ নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ড্রিঙ্কস বেশ সুস্বাদু৷
advertisement
7/8
রয়েছে সল্টেড ক্যারামেল আইসড ল্যাতে৷ অর্থাৎ এই সব ড্রিঙ্কসেও জুড়েছে ফিউশান৷
advertisement
8/8
আর পাবেন ফিজি আইসড পিচ৷ তবে এছাড়াও থাকছে আরও অনেক ধরনের খাবার ও ড্রিঙ্কস৷ ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে পুজো স্পেশ্যাল মেনু৷ দু’জনের জন্য দাম হবে ৮০০ টাকা, সঙ্গে ট্যাক্স৷ দক্ষিণ কলকাতায় পুজো আড্ডা দিতে যেতেই পারেন এই ক্যাফেতে৷ কালিঘাট, লেকমার্কেটের বেশ কাছেই রয়েছে দা আইরিশ ব্রুয়ারি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2022: পেটের সঙ্গে ভরবে মন! ক্ষিদের সঙ্গে মিটবে তেষ্টাও, চলে আসুন দা আইরিশ ব্রুয়ারি