Healthy Lifestyle || যৌনসুখ নয়, পুরুষদের এই অঙ্গগুলিতে বেশি আকৃষ্ট হন মহিলারা! জেনে নিন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle : আপনার পুরুষকে তাঁদের ঘাড়ে চুম্বন করা সত্যিই কামুক হতে পারে
advertisement
1/5

আপনার পুরুষকে আনন্দ দেওয়ার জন্য আপনার বিছানায় থাকা চূড়ান্ত তৃপ্তি হতে পারে। তবে আপনার পুরুষের শরীরের বেশ কিছু অঙ্গ রয়েছে যা দেখে আপনি হবেন সবথেকে উত্তেজিত! বিছানায় ধরে রাখা মুশকিল হবে...
advertisement
2/5
পুরুষের ঘাড় মহিলাদের খুব পছন্দের এক জায়গা। ঘাড় সবসময় একটি অতি সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত হয়। আপনার পুরুষকে তাঁদের ঘাড়ে চুম্বন করা সত্যিই কামুক হতে পারে।
advertisement
3/5
ফোরপ্লে শুরু করার একটি দুর্দান্ত উপায় হতে পারে হাত নিয়ে খেলা করা। আঙুলের সঙ্গে খেলা করতে করতে আপনি টেরই পাবেন না, কখন আপনার পুরুষ আপনার উপর আকৃষ্ট হয়ে গিয়েছেন।
advertisement
4/5
আপনার পুরুষের হাঁটুর পিছনের অংশটি অত্যন্ত উত্তেজিত করতে পারে। আপনার আঙ্গুলগুলিকে ধীরে ধীরে সেই জায়গাটির চারপাশে টেনে আনলে সেখানে হালকা সুড়সুড়ি অনুভব করেন তিনি। আর আর্ধেক কাজ সেখানেই সম্পন্ন
advertisement
5/5
তলপেট অঞ্চলে আপনার হাত ঘষুন, অঞ্চলটি ম্যাসেজ করুন বা এমনকি আলতো করে চুম্বন করুন, আপনার পুরুষ আনন্দে শিহরিত হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle || যৌনসুখ নয়, পুরুষদের এই অঙ্গগুলিতে বেশি আকৃষ্ট হন মহিলারা! জেনে নিন