TRENDING:

Jagaddhatri Puja: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বর্ধমানের বনকাপাসির শিল্পীদের ‘ডাকের সাজ’

Last Updated:
জগদ্ধাত্রী পুজো মানেই আলোর জাদু, রঙের বাহার আর মনোমুগ্ধকর প্রতিমা। আর সেই প্রতিমাগুলিকে আরও আকর্ষণীয় করে তুলছে পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামের শোলার সাজ।
advertisement
1/5
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বর্ধমানের বনকাপাসির শিল্পীদের ‘ডাকের সাজ’
জগদ্ধাত্রী পুজো মানেই আলোর জাদু, রঙের বাহার আর মনোমুগ্ধকর প্রতিমা। আর সেই প্রতিমাগুলিকে আরও আকর্ষণীয় করে তুলছে পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামের শোলার সাজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন শোলার কাজের চাহিদা রয়েছে, তেমনি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও সেই শোলার সাজের দাপট স্পষ্ট। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
পূর্ব বর্ধমান জেলার বনকাপাসি গ্রাম বহুদিন ধরেই ‘শোলা গ্রাম’ নামে পরিচিত। এখানকার শিল্পীদের নিখুঁত ও সূক্ষ্ম হাতের কাজের কদর রয়েছে রাজ্যের সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যেও। প্রতিবছর জগদ্ধাত্রী পুজোর আগেই এখানকার শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েন ডাকের সাজ তৈরিতে। এবারও সেই ধারা বজায় রেখে বনকাপাসির শিল্পীরা পাড়ি দিয়েছেন চন্দননগরে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
বর্তমানে বনকাপাসি গ্রামে শোলা শিল্পী নেই বললেই চলে। প্রায় সকল শিল্পী এখন রয়েছেন হুগলির চন্দননগরে। জোরকদমে এখনও কিছু কিছু জায়গায় চলছে প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীদের তৈরি শোলার সাজে মায়ের প্রতিমা যেন পেয়েছে এক অনন্য সৌন্দর্য। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত। এখানে প্রতিমার বিশাল আকার, থিমের বৈচিত্র্য এবং আলোর কৌশল দর্শকদের মুগ্ধ করে। সেই বিশাল প্রতিমাগুলিকে সাজিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে বনকাপাসির শিল্পীদের তৈরি শোলার সাজ, যা প্রতিটি প্রতিমাকে করে তুলছে অপরূপ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
বনকাপাসির প্রায় সকল শিল্পী এবার লক্ষাধিক টাকার অর্ডার পেয়েছেন। তাঁদের তৈরি ‘ডাকের সাজ’ এখন চন্দননগরের নানা মণ্ডপে মায়ের প্রতিমাকে নতুন রূপে তুলে ধরছে। সেই ডাকের সাজের অভিনব থিম এবং নিখুঁত কাজ ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে। স্বাভাবিক ভাবে শিল্পীদের এই সাফল্য গোটা পূর্ব বর্ধমানের গর্ব বাড়িয়ে তুলছে প্রতিনিয়ত। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jagaddhatri Puja: চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নজর কাড়ছে বর্ধমানের বনকাপাসির শিল্পীদের ‘ডাকের সাজ’
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল