TRENDING:

আলমারি, দরজা, জানালায় বাসা বাঁধছে 'উইপোকা'...? 'পেস্ট কন্ট্রোল' ছাড়ুন! তুড়িতে তাড়াবে ছোট্ট 'টোটকা'

Last Updated:
Termites: মুশকিল হল বাজারচলতি কোনও কীটনাশকে এই পোকা সম্পূর্ণ নির্মূল হয় না। উইয়ের উপস্থিতি টের পেলেই সেগুলি ভেঙে দেওয়া বা পেস্ট কন্ট্রোলের সাহায্যে উইপোকা নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ এক্ষেত্রে আদতে কোনওটাই খুব একটা কার্যকর নয়।
advertisement
1/13
আলমারি, দরজা, জানালায় বাসা বাঁধছে 'উইপোকা'..? 'পেস্ট কন্ট্রোল' ছাড়ুন! তুড়িতে তাড়াবে টোটকা
গরম কাল মানেই পোকা-মাকড়ের বাড়বাড়ন্ত চরমে। আর সেইসব উৎপাত থেকে বাঁচতে অনেকেই কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে একের পর এক স্প্রে কিনে বাড়িতে বোঝাই করেন। কিন্তু আদৌ কাজের কাজ কী হয় তাতে?
advertisement
2/13
ছোট্ট ছোট্ট এইসব পোকাদের চোখে দেখা না গেলেও এরা যে বাড়ির আসবাবপত্রের জন্য কতটা মারাত্মক হতে পারে তা শুধু ভুক্তভোগীরাই জানেন। আসলে ঘরবাড়ি সুন্দর রাখতে তা কেবল সাজালেই চলে না, বরং ঘরের সব জিনিস যাতে সুন্দর ও যথাযথ থাকে সে দিকেও নজর দেওয়া প্রয়োজন। বাড়ির জিনিসপত্রকে অনেক সময়ই নষ্ট করে এই উইপোকা-ছারপোকার মতো প্রাণীকূল।
advertisement
3/13
বিশেষ করে, বইখাতা বা কাঠের জিনিসে এক বার উইপোকা ধরলে তা থেকে নিস্তার পাওয়া দুষ্কর। এ দিকে বাড়িতে কাগজপত্র বা কাঠের জিনিসপত্র রাখতেই হয়। তাই এর ভয় থেকে গৃহস্থ মুক্ত হতে পারেন না একেবারেই।
advertisement
4/13
কিন্তু মুশকিল হল বাজারচলতি কোনও কীটনাশকে এই পোকা সম্পূর্ণ নির্মূল হয় না। উইয়ের উপস্থিতি টের পেলেই সেগুলি ভেঙে দেওয়া বা পেস্ট কন্ট্রোলের সাহায্যে উইপোকা নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ এক্ষেত্রে আদতে কোনওটাই খুব একটা কার্যকর নয়।
advertisement
5/13
কারণ, এ সব চেষ্টায় কিছু সময়ের জন্য উইপোকা দূর হলেও আবারও তা ফিরে আসে। তা ছাড়া এই সব রাসায়নিক শিশুদের শরীরের জন্যও ক্ষতিকারক। শ্বাসের মাধ্যমে এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা খুব একটা স্বাস্থ্যকর হয় না।
advertisement
6/13
অনেকেরই ধারণা কেবলমাত্র স্যাঁতসেতে দেওয়ালের কারণেই বোধ হয় উইপোকা বাসা বাঁধে। তাই বাড়ি প্লাস্টার করার সময় স্যাঁতসেতে ভাব প্রতিরোধক রাসায়নিকও মেশান অনেকেই। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গিয়েছে, এ সব কোনও কিছুতেই উইপোকার আক্রমণ পুরোপুরি ঠেকাতে পারা যায় না।
advertisement
7/13
কর্পূর :বরং সামান্য কিছু ঘরোয়া উপায়েই কিন্তু দুর্দান্ত কার্যকরী হতে পারে যদি ব্যবহার করা হয় সঠিক নিয়মে। যে দেওয়ালে উইপোকার আক্রমণ বেশি হয়, বা যে আসবাবে এই সমস্যা বেশি থাকে সেখানে কর্পূরের গুঁড়ো ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে দিন। দিন চার-পাঁচ অন্তর তা লাগিয়ে রাখুন।
advertisement
8/13
নিমপাতা:নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে নিন। বইয়ের আলমারির তাকে, বা কাঠের আসবাবের কোণায় মাঝে মাঝেই ছড়িয়ে দিন তা। নিমপাতার গন্ধ উইপোকা সহ্য করতে পারে না। কাগজপত্র দীর্ঘ দিন একই জায়গায় ফেলে রাখবেন না। মাঝে মাঝেই তা নাড়াচাড়া করুন। রীতিমতো নাড়াচাড়া করা হয়, এমন জায়গায় কখনও বাসা বাঁধে না উইপোকা।
advertisement
9/13
ন্যাপথলিন:ন্যাপথলিনের বল রেখে দিন বইয়ের আলমারিতে। কাঠের ডেস্কের ভিতর বা আলনার কোণাতেও রাখুন ন্যাপথলিন বল। এর কড়া কীটনাশকের গন্ধ উইপোকাকে ঘেঁষতে দেয় না।
advertisement
10/13
কালো জিরে:কালো জিরে যে কোনও কীট দমনে ওস্তাদ। বিশেষ করে বই কাটে যে সব পোকা, তাদের ক্ষেত্রে কালো জিরে খুব ভাল সমাধান। প্রতিটা বইয়ের নানা পাতার ভাঁজে অল্প কয়েকটা কালো জিরে রাখুন। ফল মিলবে হাতেনাতে।
advertisement
11/13
লেবু:লেবু আর ভিনিগারের মিশ্রণও এক্ষেত্রে খুবই কার্যকরী। বাজার থেকে লেবু কিনে এনে একটু ভিনিগারের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেই মিশ্রণ ক্ষতিগ্রস্থ জায়গাগুলি ও উইপোকার সম্ভাব্য বাসাগুলিতে দিয়ে দিন। দেখুন কী দ্রুত ফল পান।
advertisement
12/13
ঘরোয়া উপায়ের পরেও আরও বাড়তি সতর্কতা নিতে চাইলে হার্ডওয়ারের দোকানে উইপোকা ঠেকানোর রাসায়নিকের খোঁজ করতে পারেন। তবে এ সব রাসায়নিকের চেয়ে ঘরোয়া উপায় পকেটসই ও স্বাস্থ্যকর। একইসঙ্গে ঘরোয়া উপায়ে কার্যকরিতাও দুর্দান্ত।
advertisement
13/13
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আলমারি, দরজা, জানালায় বাসা বাঁধছে 'উইপোকা'...? 'পেস্ট কন্ট্রোল' ছাড়ুন! তুড়িতে তাড়াবে ছোট্ট 'টোটকা'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল