Termite Prevention Tips: ঘরের আসবাবপত্র কি উইপোকার কবলে পড়েছে? শুধু এই কাজটা করুন... আর নতুন করে কোনও সমস্যা হবে না
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Termite Prevention Tips: সতর্ক না থাকলেই আসবাবপত্রে উইপোকা বা ঘুণে আক্রমণ করে বসে। যার জেরে তা নষ্ট হয়ে যায়। যদিও এই ঘুণে ধরার সমস্যা গ্রীষ্মের মরশুমে বৃদ্ধি পায়।
advertisement
1/8

কাঠের তৈরি আসবাবপত্রের যত্নের প্রয়োজন। এ কথা তো আমাদের সকলেরই জানা। কিন্তু সতর্ক না থাকলেই আসবাবপত্রে উইপোকা বা ঘুণে আক্রমণ করে বসে। যার জেরে তা নষ্ট হয়ে যায়। যদিও এই ঘুণে ধরার সমস্যা গ্রীষ্মের মরশুমে বৃদ্ধি পায়। আসলে গরম এবং আর্দ্র আবহাওয়ায় উইপোকা যেন দ্রুত হারে কয়েক গুণ বেড়ে যেতে থাকে। ধীরে ধীরে ঘরের সমস্ত আসবাবপত্র কুরে কুরে খেয়ে নেয় উইপোকা। এই সমস্যার দ্রুত ছড়িয়ে পড়া শনাক্ত করা এবং তা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন।
advertisement
2/8
কিন্তু কেন? আসলে কাঠের আসবাবপত্রের উপরিভাগটা উইপোকার আক্রমণ থেকে অক্ষত থাকে। অথচ ভিতরের অংশটা ঘুণে ধরে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেই কারণে তা পুরোপুরি ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত সমস্যা সাধারণত চোখে পড়ে না। তাই দ্রুত এই সমস্যা কীভাবে শনাক্ত করা সম্ভব। আর কীভাবেই বা এর থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
3/8
আসলে উইপোকা সাধারণত ঘন অন্ধকার এবং অভ্যন্তরীণ পরিবেশে বেড়ে উঠতে পারে। তবে বাইরে থেকে দেখলে কিছুই বোঝার উপায় থাকে না। অর্থাৎ কাঠের মধ্যে উইপোকার আক্রমণ হলে তার কোনও বাহ্যিক লক্ষণ প্রকাশ পায় না। যদিও কিছু কিছু ক্ষেত্রে এর লক্ষণ প্রকাশ পায়। ধরা যাক, যদি দেওয়াল বা পাঁচিলের গায়ে নলের মতো মাটির অংশ দেখা দেয়, তাহলে বুঝতে হবে উইপোকার আক্রমণ হচ্ছে। শুধু তা-ই নয়, অনেক সময় ঝরা পাতার উপরেও উইপোকার উপস্থিতির প্রমাণ মেলে। মাটির ওই নলাকৃতি অংশগুলি দিয়ে উইপোকা বাড়ির বিভিন্ন জিনিসের উপর আক্রমণ করে।
advertisement
4/8
তাই মাঝেমধ্যে কাঠের আসবাবপত্রের উপর টোকা দিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত। কারণ উইপোকা কাঠের ভিতরের অংশকে একেবারে নষ্ট করে দিতে পারে। তবে এতে আসবাবের একেবারে উপরের অংশ বা রঙের কোনও ক্ষতি হয় না। যদি উপরের অংশটা অক্ষত থাকলে এমনটা ভাবার কোনও কারণ নেই যে, আসবাবপত্র ঠিক আছে।
advertisement
5/8
তাই কাঠের আসবাবপত্র একবার হলেও পরীক্ষা করা উচিত। এর মধ্যে টোকা দিলে যদি ফাঁপা আওয়াজ বার হয়, তাহলেও ঘুণে ধরা কি না, সেটা বোঝা যায়। আবার দরজা-জানলার কাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের ডানা পড়ে থাকে, তাহলে সতর্ক হতে হবে। আসলে উইপোকা যখন সঙ্গীর সন্ধান পায়, তখন মিলনের আগে তা পাখা ছাড়ে। এভাবেই বংশবৃদ্ধি করে তারা।
advertisement
6/8
ঘরে উইপোকার আক্রমণের লক্ষণ দেখলেই তা নিয়ন্ত্রণ করার জন্য কীটনাশক প্রয়োগ করা উচিত। বাড়ির চারপাশের মাটিতে তরল রাসায়নিক স্প্রে করতে হবে। এর পাশাপাশি পরিবেশ-বান্ধব কৌশলের সাহায্যে এই বিস্তার রোধ করা সম্ভব। এই সমস্যা নিয়ন্ত্রণ করার প্রাকৃতিক সমাধান রয়েছে।
advertisement
7/8
এর মধ্যে অন্যতম হল অরেঞ্জ অয়েল। এর মধ্যে থাকা ডি-লিমোনিন হল উইপোকাদের যম। ভিনিগারও প্রাকৃতিক কীটনাশক। তাই জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে তা কাঠের আসবাবপত্র স্প্রে করতে হবে। শুধু তা-ই নয়, ক্ষতি এড়াতে বোরাক্স পাউডার ব্যবহার করা উচিত। ২৫০ মিলিলিটার ঈষদুষ্ণ জলে এক চা-চামচ বোরাক্স পাউডার মিশিয়ে তা ঘুণে ধরা আসবাবের উপর স্প্রে করতে হবে। তবে এই বোরাক্স স্প্রে করার আগে সতর্কতা অবলম্বন করা দরকার। শুধু তা-ই নয়, ঘুণে ধরা আসবাবপত্র কড়া রোদে দিন তিনেক রেখে দিলে চড়া সূর্যালোকের সংস্পর্শে এলে উইপোকার বিনাশ হবে।
advertisement
8/8
উইপোকার ছড়িয়ে পড়া রোধ করতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসবাবপত্রে আর্দ্রতা যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখা আবশ্যক। তাই শুকনো কাপড় দিয়ে সময়ে সময়ে তা মুছতে হবে। গ্রীষ্মকালেও সেদিকে বিশেষ নজর রাখা উচিত। এছাড়া আসবাবপত্রের ক্ষতি রুখতে তাতে অ্যান্টি-টারমাইট উড পালিশ লাগিয়ে রাখা যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Termite Prevention Tips: ঘরের আসবাবপত্র কি উইপোকার কবলে পড়েছে? শুধু এই কাজটা করুন... আর নতুন করে কোনও সমস্যা হবে না